ট্রিকবিডি ডট কম: অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক দাবীর পর অবশেষে একও বেশি ব্যবহারকারীরর বাংলাদেশে ফেসবুক ব্যবহার উন্মুক্ত করে দিয়েছে সরকার।

২২টি দিন
যদিও খুব একটা লম্বা সময় নয়, কিন্তু তরুণ
প্রজন্মের কাছে এই ২২ দিনই ছিল অনেক
দীর্ঘ।ফেসবুক খুলে দেওয়ার দাবিতে
তরুণরা রাস্তায় নেমে মানববন্ধন কর্মসূচিও
পালন করেছে।
তরুণ প্রজন্মের পাশাপাশি বিভিন্ন মহল
থেকেও দাবি উঠেছিল ফেসবুক খুলে
দেওয়ার।
অবশেষে আজ বৃহস্পতিবার দুপুরে
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
তারানা হালিম ফেসবুক খুলে দেওয়ার
ঘোষণা দেন।এরপর সরকারের নির্দেশনা
পেয়ে ফেইসবুক খুলে দেয় নিয়ন্ত্রক
সংস্থা বিটিআরসি।
বৃহস্পতিবার বিকেল সারে চারটার পর থেকে সাধারন ফোন, স্মার্ট ফোন ও ডেক্সটপ ও ল্যাপটপ কম্পিউটার সহ অন্য সকল ডিভাইস থেকে ফেসবুকে কোন বাঁধা ছাড়াই প্রবেশ করা যায়।

2 thoughts on "অবশেষে ফেসবুক খুলেছে"

  1. IHsujon Contributor says:
    bai whatsapp khule nai
    1. Shadhin33 Contributor Post Creator says:
      na

Leave a Reply