প্রথমে আমার সালাম নেবেন । আশা করি
ভালো আছেন । কারণ TrickBD.Com এর সাথে
থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের
দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে
এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আর
কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

যা যা লাগবেঃ
১। পাতিল থেরাপি (আলমিনিয়াম)
২। একটা 3G সিম (অবশ্যই 3G প্যাক
থাকতে হবে)

৩। একটা 3G মডেম
৪। একটা USB কেবল (কম্পিউটারের
দোকানে পাবেন)
এবার প্রথমে পাতিল থেরাপির
সাথে USB কেবলটা ভালভাবে
বেধে নিন এবং একটা বাঁশ কিংবা
অন্য কিছু দ্বারা একটু উচু করুন।
তারপর USB কেবলের push in মাথায় 3G
মডেমটা লাগান আর অন্য প্রান্তটি
আপনার কম্পিউটারে লাগান।
দেখবেন আপনার কম্পিউটারে 3G
সংকেত দেখাচ্ছে।
আর কি এবার আরামছে 3G চালাতে
থাকুন।
তবে এক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ
এলাকায় 3G থাকতে হবে।
ভালো থাকুন সুস্থ থাকুন । আর নতুন কিছু পেতে ।
allTipser.Com এর সাথেই থাকবেন । ধন্যবাদ ।
আমার ওয়াপ সাইট allTipser.Com
ফেসবুকে আমি

12 thoughts on "আপনার এলাকায় 3G নেই?? এবার আপনিও 3G ব্যবহার করুন [পাতিল থেরাপি ]"

  1. ami_arnob Contributor says:
    মোবাইলে কিভাবে চালাব ?
  2. FP Rana Contributor says:
    হ্যা আমিও বলছি মোবাইল এ কিভাবে চালাব
    1. Nur Alom Author says:
      apnar elakay 3g nai????
    2. FP Rana Contributor says:
      আছে কিন্তু ঘরের বাইরে মোটামুটি ৩জি পাই।ঘরের ভিতর যাতে পাই এমন কোন পদ্ধতি আছে ভাই
  3. JIHAD KHAN Author says:
    hehehehehehe lol……
  4. Anis Contributor Post Creator says:
    Nur Alom bro asi
  5. Anis Contributor Post Creator says:
    Tnx Shovo bro
  6. md nasim uddin Author says:
    ভাই পাতিল থেরাপি
    কি?
  7. Anis Contributor Post Creator says:
    vai elecktrick ar dokan a jan tahole paben

Leave a Reply