হুস্কিগবেষণার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঁচ ধরনের অ্যালকোহল পাঠিয়েছে জাপান। হুইস্কির জন্য বিখ্যাত এমন এক জাপানিজ প্রতিষ্ঠান স্পেস স্টেশনে কার্গো শিপের মাধ্যমে পানীয়গুলো পাঠিয়েছে।

এক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, কার্গো শিপের অন্যান্য রসদের পাশাপাশি জাপান থেকে পাঠানো পানীয় সোমবার মহাকাশ স্টেশনে পৌঁছেছে।

মহাকাশে পানীয়র কোনো পরিবর্তন ঘটে কি-না তা জানতেই জাপানের টোকিওর সানটোরি গ্লোবাল ইনোভেশন সেন্টার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি নিয়েছে। মহাকাশে পানীয়র যে নমুনা পাঠানো হয়েছে, সেগুলোর ঠিক অনুরূপ নমুনা পৃথিবীতেও সংরক্ষণ করা হচ্ছে। ন্যূনতম এক বছর পরে মহাকাশ থেকে ওই পানীয় ফিরিয়ে এনে পৃথিবীতে সংরক্ষিত নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে জানিয়েছে এবিসি নিউজ।

এ প্রসঙ্গে নাসার মুখপাত্র ড্যান হুওট জানিয়েছেন, গবেষণার সঙ্গে যুক্ত সকলের সম্মতিতেই গবেষণার উপাদানগুলো মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছে। অন্যদিকে এবিসি নিউজ জানিয়েছে, এমন পানীয় সংক্রান্ত গবেষণা এবারই প্রথম নয়, এর আগেও এ ধরনের গবেষণা করা হয়েছে।

ফেসবুকে আমি…

Leave a Reply