ওয়েবসাইট দেখার জন্য গুগলের

জনপ্রিয় একটি সফটওয়্যার বা

ব্রাউজার হলো ক্রোম। এই ক্রোম

ব্রাউজারে ব্যবহারকারীর পাসওয়ার্ড

ব্যবস্থাপনার জন্য আগে থেকেই তৈরি

করা একটি সুবিধা আছে। এর ফলে

কম্পিউটার বা মুঠোফোন যেকোনো

যন্ত্র থেকে ওয়েবসাইট দেখার সময়

যদি সেই সাইটে ব্যবহারকারীর নাম ও

পাসওয়ার্ড দিয়ে ঢুকতে বা লগইন

করতে হয়, তাহলে প্রথমবার লগইন

করার পর ব্যবহারকারীকে বারবার

এসব তথ্য দিতে হবে না। ক্রোম

ব্রাউজারের পাসওয়ার্ড ম্যানেজার

পরবর্তী সময়ে নিজে থেকেই এসব

তথ্য পূরণ করে দেবে। ফলে

ব্যবহারকারী তাঁর পছন্দের

ওয়েবসাইটগুলোতে দ্রুত আর সহজে

লগইন করে কাজ করতে পারবেন।

একবার যদি পাসওয়ার্ড সংরক্ষণ

করার সুবিধাটি চালু করা হয়, তাহলে

যখনই কোনো ওয়েবসাইটে প্রথমবার

পাসওয়ার্ড প্রবেশ করানো হবে, তখন

ক্রোম ব্রাউজার সেসব তথ্য নিজের

কাছে জমা রাখার অনুমতি চাইবে।

একবার অনুমতি দিলে পরবর্তী সময়ে

গুগল ক্রোমে লগইন করা অবস্থায়

যেকোনো যন্ত্র থেকে সেই সাইটে গেলে

ইউজারনেম এবং পাসওয়ার্ড লেখার

কষ্টটুকু করতে হবে না।

এ জন্য গুগল ক্রোম চালু করে ওপরে

ডান দিকে ব্যবহারকারী বোতামে

ক্লিক করে সাইন-ইন টু ক্রোম ক্লিক

করে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন।

এবার একেবারে ডান পাশে ওপরের

দিকে থাকা সেটিংস মেনুতে ক্লিক করে

সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংস

পৃষ্ঠার প্রথমেই থাকা দ্বিতীয়

বোতামটি Advanced sync

settings বোতামটিতে ক্লিক

করুন। পাসওয়ার্ড অপশনটিতে নিজে

থেকেই টিক দেওয়া অবস্থায় থাকার

কথা, না থাকলে টিক দিয়ে ওকে করুন।

এখন আবার সেটিংস পৃষ্ঠায় ফিরে

নিচে থাকা Show advanced

settings লিংকে ক্লিক করে

Password and Forms

অপশনের নিচে থাকা Offer to

save your web passwords

অপশনে টিক দিয়ে দিন। গুগল ক্রোমে

এভাবে নিজের পাসওয়ার্ড জমা

রাখাটা নিরাপদ। তবে নিজের

ব্যক্তিগত বা কাজের যন্ত্র ছাড়া

অন্য কোথাও গুগল অ্যাকাউন্টে

প্রবেশ করে থাকলে কাজ শেষে আবার

সেটিংস মেনুতে ক্লিক করুন। প্রথমেই

থাকা Disconnect your

Google Account বোতামে

ক্লিক করে Also clear your

history…অপশনটিতে টিক দিয়ে

ওকে করুন। আলাদাভাবে যদি নিজের

এসব জমানো পাসওয়ার্ড দেখতে চান

তাহলে

passwords.google.com

ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে।

আমার সাইট ঘুরে আসুন — আমার সাইট

Leave a Reply