Wi-Fi এর কথা তো আমরা সবাই জানি ৷ Wi-Fi ইউজ করে নাই এমন মানুষ মনে হয় এখনহারিকেন দিয়ে খুঁজতে হবে:p বাড়িঘর,অফিস আদালত, বড় ফ্যাক্টরিতে এখনওয়াইফাই ছাড়া পুরাই অচল ৷তো যা বলছিলাম, ওয়াইফাই ইউজ করতেকরতে যারা বোর হয়ে গেছেন তাদেরজন্য সুখবর ৷ Wi-Fi এর চেয়ে ১০০ গুনগতিসম্পন্ন ওয়্যারলেস ইন্টারনেট প্রযুক্তি“Li-Fi” নিয়ে আসছে এস্তোনিয়ার ভেলমনি(Velmenni) নামের একটি প্রতিষ্ঠান ৷বর্তমানে এস্তোনিয়ার রাজধানী তালিন(Tallinn) এ কয়েকটি ইন্ডাস্ট্রি এবংঅফিসে প্রাথমিকভাবে লাইফাই (Li-Fi)ট্রায়াল দেয়া হচ্ছে ৷দেখা যায় Li-Fi এ সর্বোচ্চ গতিবেগসেকেন্ডে ১ জিবির মতো ৷ আরল্যাবরেটরী টেস্টে এসেছে গতিবেগথাকবে ২২৪ গিগাবাইট প্রতি সেকেন্ডেযা বর্তমান Wi-Fi এর চেয়ে প্রায় ১০০ গুনবেশি !!! শুধু চিন্তা করেন, আপনি গোটাএকটা HD BluRay মুভি নামিয়ে ফেলতেপারবেন মাত্র কয়েক সেকেন্ডে !!!ভেলমনির CEO দিপক সোলাঙ্কি জানান,“লাইফাই পুরোপুরি ছড়িয়ে যেতে আরোতিন চার বছরের মতো লাগতে পারে ৷২০১১ সালের দিকে এই প্রযুক্তির উদ্ভাবনহলেও ২০১৫ সালের শেষের দিকে আমরাচূড়ান্ত পরীক্ষা চালাব ৷”যারা আমার মতো একটু বেশি কৌতুহলীতারা জেনে নিন এই লাইফাই কিভাবেকাজ করবে ৷ Li-Fi তে ব্যবহার করা হয়েছেদৃশ্যমান আলোক যোগাযোগ (Visible LightCommunication) প্রযুক্তি ৷ সহজভাবে বলাযায়, Li-Fi এ ইন্টারনেট সংযোগ করবে LEDলাইট বাল্বের মাধ্যমে !! মানে যেখানেলাইট জ্বলবে যেখানে আপনি লাইফাইসংযোগ করতে পারবেন ৷ মজার না?pureLiFi সাইট ওয়াইফাই আর লাইফাই এরমধ্যে তুলনামূলক চিত্র প্রকাশ করেছে ৷চলুন দেখে নেই –সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে যেখানে Wi-Fiতে বেতার তরঙ্গের বর্ণালীগুলোরসরবরাহ কম হবে, সেখানে Li-Fi তে আলোকবর্ণালীগুলো ১০,০০০ গুন বেশি সরবরাহকরবে ৷ বুঝতে পারছেন তো কত দ্রুতকানেকশন পাবেন?এত চমৎকার একটা প্রযুক্তির কিছুসীমাবদ্ধতাও রয়েছে ৷ কারন ওয়াইফাইতেবেতার তরঙ্গ দেয়াল ভেদ করে যেতেপারলেও লাইফাইর আলোক তরঙ্গে এটিসম্ভব নয় ৷ এটা এক ধরনের সুবিধাও বলাযেতে পারে ৷ কারণ Li-Fi হবে নিরাপদকানেকশন যাতে অন্য কেউ এটা হ্যাককরে ব্যবহার করতে না পারেআশা করি খুব তাড়াতাড়ি আমরা এইলাইফাই সুবিধাটি হতে পাব ৷
নতুন নতুন Tune পেতে আমাদের সাইটে Plz Visit করুন। PostMaza.Com
2 thoughts on "LI-FI দিবে ১০০ গুন দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট!"