যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া
প্রযুক্তিপণ্য প্রদর্শনী আয়োজন
কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-
এ স্বয়ংক্রিয়ভাবে সংঘর্ষ এড়াতে
সক্ষম এমন ড্রোন উন্মোচন করেছে চিপ
নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল।
এই ড্রোন তার পথে যে কোনো বাঁধা নিজে
থেকেই পাশ কাটিয়ে যেতে পারবে।
সিইএসে ড্রোনটির কার্যক্ষমতার
প্রমাণও দিয়েছে ইনটেল।
প্রদর্শনীতে ড্রোনটি সামনে পড়া একটি বস্তু
স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ও তা
এড়িয়ে যেতে সক্ষম হয়। ড্রোনটির জন্য
৩ডি ক্যামেরা সেন্সর সরবরাহ করেছে
ইউনেক। ওই প্রতিষ্ঠানটিতে আংশিক
নিয়ন্ত্রণে।
ড্রোনটির কার্যক্ষমতার প্রমাণ দিতে
সিইএস-এর মঞ্চ সাজানো হয়েছিল নকল
গাছ দিয়ে। মঞ্চে ‘টাইফুন এইচ’ নামের
ড্রোনটি কয়েক জন সাইক্লিস্টকে
অনুসরণ করতে থাকে। যখনই সামনে
কোনো গাছ পড়ে, ড্রোনটি সঙ্গে
সঙ্গে তা এড়িয়ে পার হয়ে যায় বলে
জানিয়েছে বিবিসি।
ইনটেল-এর প্রধান নির্বাহী ব্রায়ান
ক্রাজানিচ বলেন, “পুরোটা সময়
সাইকেল চালককে অনুসরণ করতে করতে
ড্রোনটি নিজে থেকেই থেমে,
প্রয়োজনে অপেক্ষা করে বাঁধা পার
হতে সক্ষম ছিল। বিশ্বের অন্য যে
কোনো ড্রোন এ ক্ষেত্রে গাছের
সঙ্গে ধাক্কা খেত।”
ড্রোনটিতে আছে ১২ মেগাপিক্সেল
ডিগ্রি ছবি তুলতে সক্ষম। ২০১৬ সালের
প্রথম মাসের মধ্যেই এটি
বাণিজ্যিকভাবে ছাড়া হবে বলে
জানিয়েছে ইনটেল। এর দাম নির্ধারণ
করা হয়েছে ১,৭৯৯ মার্কিন ডলার।