খুব শীঘ্রই আপনার মনের কথা
জানিয়ে দিবে রোবট। আর
তাদের থামানোর মত কেউ নেই।
কারণ এর বিরুদ্ধে কোন আইন নেই।
যদি এক্সপার্টদের ধারণা সঠিক হয়,
তাহলে ২০৩০ সাল থেকে আমরা
যে স্মার্টফোন, ট্যাব ও কম্পিউটার
ব্যবহার করব তা আমাদের
মস্তিষ্কের সকল কথা জানাতে
পারবে। আমরা কখন কি চিন্তা
করছি তাও জানতে পারবে।

এটি মূলত নিরাপত্তার জন্যই করা
হবে। আপনি কখন কি ভাবছেন তা
আপনার ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে

মনে রাখবে। পরবর্তীতে আপনি
কিছু ভুলে গেলে তা আপনাকে
মনে করিয়ে দিবে আপনার
ডিভাইস।
কিন্তু এতেও রয়েছে অসুবিধা,
রয়েছে হ্যাকারের ভয়। দাভসের
বিশ্ব ইকোনোমিক ফোরামের
মতে, এই প্রযুক্তির কারণে হ্যাকার
মানুষের অতীত জীবনের স্মৃতি
হ্যাক করতে পারে। এতে মানুষের
জীবনে অশান্তি নেমে আসতে
পারে।

একই বিষয়ের প্রতি মানুষের
বিভিন্ন ধরণের মতভেদ থাকে।
আপনার প্রতিটি চিন্তায় অবশ্যই
আপনার অতীতের অভিজ্ঞতা
থাকতে পারে। যার দরুন আপনার
অতীতের অনেক স্মৃতি এখানে

রেকর্ড হয়ে যেতে পারে। তাই
অবশ্যই আপনার অতিরিক্ত
নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(ফেসবুকে আমি)

3 thoughts on "মনের কথা জানিয়ে দিবে রোবট"

  1. Md omur faruk Contributor says:
    এটা কখোনো সম্ভব হতে পারবেনা কারন আলিমুল গাইব এটা একমাত্র আল্লাহ তায়ালার সিফত যার অর্থ অদৃশ্য জানার শক্তি
  2. mdmonnap Contributor says:
    এটা কখুনো হতে পারেনা
    1. Tajik Ahsan Author Post Creator says:
      hmm… বিজ্ঞানীরা তো কত কিছুই করে

Leave a Reply