টেটানিয়াম এবং স্টিলের
চেয়েও শক্তিশালী এক ধাতু
দিয়ে স্মার্টফোন বানিয়েছেন
প্রকৌশলীরা। যা কখনো ভাঙবে
না। এর নাম টিউরিং ফোন। এতে
স্মার্টফোনের সব বৈশিষ্ট্যই
বিদ্যমান।

সান ফ্রান্সিসকো-ভিত্তিক
টিউরিং রোবোটিক ইন্ডাস্ট্রিজ
এটি বানিয়েছে। এর পাশে
ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে। এই
ধাতু ইতিমধ্যে অ্যাপল তার অল্প
সংখ্যক আইফোন ৬ মডেলে ব্যবহার
করেছে।
ফোনটির অভ্যন্তরে নানা
ইলেকট্রনিক্স যন্ত্রে ন্যানো-

কোটিং করা হয়েছে। ফলে এটা
বিস্ময়কর রকম পানি নিরোধী।
কোনো সংযোগস্থলে রাবার
ব্যবহার করা হয়নি। ফোনটি
পানিতে পরার পর একটু ঝাঁকিয়ে
আবারো ব্যবহার করা যাবে
সহজেই। কোনো সমস্যাই দেখা
দেবে না।

নির্মাতা প্রতিষ্ঠানের সিইও
সাইল চাও জানান, এতে থাকছে
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১। তিনটি
রঙয়ে বাজারে আসবে। ফারাও,
কার্ডিনাল এবং বিওল্ফ
ডিজাইনে পাওয়া যাবে
ফোনটি।
পর্দাটি ফুল এইচডি ৫.৫ ইঞ্চি। ২.৫
গিগাহার্জ কোয়াড-কোর
স্ন্যাপড্রাগন ৮০১ এসওসি প্রসেসর
আছে। পেছনের ক্যামেরাটি ১৩
মেগাপিক্সেল ডুয়েল লেড

ফ্ল্যাশ। সামনেরটি ৮
মেগাপিক্সেল। ৩০০০ এমএএইচ
ব্যাটারি খোলা যাবে না।

জুলাইয়ের ১ তারিখ থেকে প্রি-
অর্ডার নেওয়া হবে। অভ্যন্তরীণ ১৬
জিবি মডেলের জন্যে দাম ধরা
হয়েছে ৬১০ ডলার।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(ফেসবুকে আমি)

4 thoughts on "যে ফোন ভাঙবে না, হ্যাকড হবে না এবং পানিও ঢুকবে না!"

  1. shohagislam463 Contributor says:
    vai***bograworld.blogspot.com tune korben ****email–[email protected]
    1. Tajik Ahsan Author Post Creator says:
      link dao
  2. MH Jonny Contributor says:
    Khaise re ki mobile banaitase re………..

Leave a Reply