নরওয়ে ভিত্তিক জনপ্রিয় অপেরা ওয়েব ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠান অপেরা সফটওয়্যারকে ১.২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে এক চীনা প্রতিষ্ঠান।
নরওয়ে ভিত্তিক জনপ্রিয় অপেরা ওয়েব ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠান অপেরা সফটওয়্যারকে ১.২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে এক চীনা প্রতিষ্ঠান। সম্প্রতি এক বিবৃতিতে অপেরা জানায়, চীনের গোল্ডেন ব্রিক সিল্ক ইনভেস্টমেন্ট ফান্ড এই প্রস্তাব দিয়েছে।
অপেরা বোর্ড সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি উল্লেখ করে জানায়, প্রতি শেয়ারমূল্য ৭১ ক্রোনার ধরে এটি গত ৩০ দিনের গড় মূল্যের ৫৬ শতাংশ কিস্তি প্রস্তাব করেছে।
প্রতিষ্ঠানটি যে শেয়ারের জন্য ক্রেতা খুঁজছে সেটি এখন আর গোপন নেই। তাছারা এর শেয়ারগুলো অসলো স্টক এক্সচেঞ্জ থেকে স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৩৩ শতাংশ শেয়ারহোল্ডার চীনা প্রতিষ্ঠানটির করা প্রস্তাব গ্রহণে রাজি হয়েছে বলে এক বিবৃতিতে জানায় অপেরা।
বিশ্বের পঞ্চম বহুল ব্যবহৃত ব্রাউজার হিসেবে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং অ্যাপল সাফারির পরেই অপেরার অবস্থান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Kichu kichu website dia download hoy na.