মাত্র ৫ মিনিট চার্জ দিলে
একটানা সাড়ে তিন ঘণ্টা সচল থাকবে
এমন একটি ফোন বাজারে ছেড়েছে
লিইকো নামের চীনের একটি প্রযুক্তি
পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। ফোনটির
মডেল লি ১ এস। ফোনটিতে ফাস্ট
চার্জিং প্রযুক্তি রয়েছে। এই ফোনটি
সাশ্রয়ী মূল্যের।

ফোনটিতে আছে রিভার্সিবল ইউএসবি
সি-পোর্ট। ফলে তথ্য আদান-প্রদান

করা যাবে দ্রুত গতিতে। ফোনটি শর্ট-
সার্কিট এবং ডাস্ট প্রুফ। এটির
ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ার
আওয়ারের। মেটাল বডির ফ্রেমে
তৈরি এই ফোনে আছে ২৩ ওয়াটের
চার্জার।
ফোনটিতে আছে সাড়ে পাঁচ ইঞ্চির
ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন
১৯২০x১০৮০ পিক্সেল। পিক্সেলের ঘনত্ব
৪০৩ পিপিআই।
৩ জিবি র্যামের এই ফোনটিতে আছে
৩২ জিবি বিল্টইন মেমোরি। বাজেট
স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা
১৩ মেগাপিক্সেলের। সঙ্গে আছে
এলইডি ফ্লাশ। ফ্রন্টে আছে
মেগাপিক্সেলের ক্যামেরা।
ভারতের বাজারে ফোনটির মূল্য ১০
হাজার ৯৯৯ রুপি।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম

6 thoughts on "৫ মিনিট চার্জে ফোন সচল থাকবে সাড়ে তিন ঘণ্টা"

  1. Zahidul-4146 Contributor says:
    Bhai phone tar full name ki?
    1. hossain Contributor Post Creator says:
      LE1
  2. Zahidul-4146 Contributor says:
    Bhai ata Kove bahir hove?
    1. hossain Contributor Post Creator says:
      India available
  3. Zahidul-4146 Contributor says:
    5 mins charge dilla ki sottoi Ki atto khon colbe?
  4. Azim Ahmed Contributor says:
    Bhai bhalo jinsh dekhaisen,tnk you

Leave a Reply