টেক জায়ান্ট অ্যাপলের আইফোন আনলকের ব্যাপারে অ্যাপলকে বাধ্য করা যাবে না। এক রুলে ব্রুকলিনের ফেডারেল জজ জানিয়েছেন।

গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সান বার্নাডিনোয় সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহত হয়। ওই ঘটনায় দায়ি সৈয়দ রিজোয়ান ফারুক এর ব্যবহৃত আইফোনের এনক্রিপশন ভেঙে তথ্য দিতে এফবিআই অ্যাপল কে চাপ দেয়। আর তাই ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত অ্যাপলকে আইফোনের এনক্রিপশন কোড ভেঙে সংস্থাটিকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দেন।

আর এর প্রেক্ষিতে অ্যাপল নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালতের দ্বারস্থ হয়। আর এই আদালত রুল জারি করে আইফোন আনলকের জন্য প্রতিষ্ঠানটিকে কোন চাপ দেয়া যাবেনা।

সুত্রঃ বিবিসি

Leave a Reply