আস্ সালামু আলাইকুম
সকলেই কেমন আছেন ভালোতো ?
আজ আপনাদের সাথে দারুণ একটা অ্যাপস শেয়ার করতেছি
মধ্যরাতে ইন্টারনেট প্যাকেজ শেষ
হয়ে যাওয়ার যন্ত্রনা আমরা আমরা
সবাই জানি! সেই যন্ত্রনা আরো
বেসি পীড়াদায়ক হয়ে উঠবে যদি
দেখেন ব্যালেন্স থাকার স্বত্তেও
আপনার কাঙ্ক্ষিত ইন্টারনেট
প্যাকেজটির অ্যাক্টিভেশন কোড
মোটেও মনে পড়ছে না!
না, এত কিছু মনে রাখা সম্ভব না, আর
প্রয়োজোন – ও নেই। হাতের মুঠোয়
থাকা কথিত স্মার্টফোনটিকে আর
একটু স্মার্ট করে তুলুন।
আর এই অ্যাপসটা
আপনাকে দিবে গ্রামীনফোন ,

বাংলালিংক , টেলিটক , রবি এবং
এয়ারটেল – এর ইন্টারনেট প্যাকেজ
সম্পর্কিত যাবতীয় সকল তথ্য।
বাংলাদেশের সকল সিমের
ইন্টারনেট প্যাকেজের
অ্যাক্টিভেশন কোড আপনি পাবেন
একটিমাত্র অ্যাপে। এতে রয়েছে
প্রতিটা প্যাকেজের ডাটা ভলিউম ,
মেয়াদ , মুল্য সহ অন্যন্য সকল তথ্য।
ইন অ্যপ অ্যাটিভেশন পদ্ধতি
ব্যাবহার করে আপনি আপনার
পছন্দের প্যাকেজ চালু করতে
পারবেন। অথবা আপনি চাইলে
ম্যানুয়ালি USSD কোড/ SMS এর
মাধ্যমএ প্যাকেজ অ্যাকটিভেট
করতে পারবেন।
আপনাকে নিয়মিত হালনাগাত
রাখতে এতে রয়ে অনলাইন সিঙ্ক
ব্যাবস্থা। নতুন প্যাকেজসমুহ পেতে
শুধুমাত্র একটি অনলাইন সিঙ্ক যথেষ্ট,
এমনকি অ্যপ আপডেট না করোও
আপনি এই সুবিধা পাবেন।
এখান থেকে ডাউনলোড করে নিন
কিছু স্ক্রিনশটঃ



পরবর্তী সময়ে আরো নতুন নতুন টিপস ও অ্যাপস নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম

Leave a Reply