স্যামসাংয়ের বিভিন্ন মডেলের টিভিতে ছাড় চলছে। মডেলভেদে টিভিতে দুই হাজার ৮৫০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা জানিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্যামসাং কার্ভড সিরিজ মডেলের ৩২,৪০, ৪৮,৫৫ ইঞ্চি, স্মার্ট সিরিজের ৪০,৪৮, ৫৫ ইঞ্চি, জয় প্লাস সিরিজের ৩২,৪০ ইঞ্চি ও এলইডি মডেলের ২৩,৩২ ও ৪০ ইঞ্চি টিভিতে এ ছাড় পাওয়া যাবে।

স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব কনজ্যুমার ফিরোজ মোহাম্মদ বলেন, আমাদের দেশের মানুষ ক্রিকেট উৎসাহী। টি-২০ বিশ্বকাপ উপলক্ষে টিভিতে ছাড় দেওয়া হচ্ছে।

স্যামসাংয়ের অনুমোদিত ডিস্ট্রিবিউটর হচ্ছে ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র‍্যাংগস ও সিঙ্গার। গ্রাহকেরা স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের অনুমোদিত পণ্য কিনতে ইএমআই বা কিস্তি সুবিধা পাবেন।

পোষ্টি প্রথম প্রকাশিত হয়েছেঃ HamWap.Com

Leave a Reply