আস্ সালামু আলাইকুম
আশা করি সকলেই অনেক ভালো আছেন?
শিরোনাম দেখে অবশ্যই চমকে গেছেন
আপনিও! তাই না? তবে এটি কোন ভুল
খবর নয়। সত্যি লেবু দিয়ে চার্জ করতে
পারবেন আপনার মোবাইল। কিন্তু
কিভাবে? আসুন জেনে নেয়া যাক-
প্রথমে একটি পুরাতন ইউএসবি চার্জার
ক্যাবল নিয়ে নেন। ‘ইউএসবি এ’ প্লাগ
অর্থাৎ যে পাশটি আপনি সুইচে
লাগান সেই অংশ কেটে নিন। কাটার
পর সেখানে চারটি তার দেখতে
পাবেন। সেখান থেকে দুইটি তার
কেটে ফেলুন। সাদা ও সবুজ রংয়ের
তার কেটে ফেলুন। এরপর কালো ও
লাল রংয়ের তার রেখে দিন এবং সেই
দুই তার কারেন্ট পরিবহনের কাজে
এবার কয়েকটি তামার মুদ্রা এবং
দস্তা দিয়ে লেপা পিন নিয়ে নিন যা
ইলেক্ট্রোড হিসেবে কাজ করবে এবং
লেবুর রস ইলেক্ট্রোলাইট হিসেবে
কাজ করবে। কিছু তার ও পেপারক্লিপ
নিয়ে এদেরকে একত্রে ঐ ভিডিও
ক্লিপে যেভাবে প্রদর্শিত হচ্ছে
সেভাবে লাগিয়ে নিন।
একটি লেবু ০.৯৫ ভোল্ট জেনারেট বা
সাপ্লাই করে। তাহলে যদি ৬টি
লেবুকে একত্রে সংযুক্ত করা হয়
তাহলে তা ৫.৭ ভোল্ট সাপ্লাই করবে।
মোবাইল চার্জ করতে ৫ ভোল্ট
কারেন্টের প্রয়োজন হয়, তাহলে ৬টি
লেবু চার্জ দেয়ার জন্য যথেষ্ট।
এবার সেই ছয়টি লেবুর সাথে ইউএসবি
এর সেই ক্যাবল সংযুক্ত করুন। এরপর
আপনার মোবাইল চার্জে দিন। এবার
পারবেন।
যাদের বুঝতে অসুবিধা ও ভালোভাবে বোঝার জন্য ছোট্ট ভিডিও টি ডাউনলোড করুন
ডাউনলোড করুন ভিডিও টি
তো আমি আশা করছি আপনাদের অনেক অনেক কাজে আসবে এই টিউন টি।
সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন আল্লাহ হাফিজ
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম
5 thoughts on "লেবু দিয়ে চার্জ করুন আপনার মোবাইল ফোন,কোন ঝামেলা ছাড়াই,স্কীনসট সাথে ভিডিও সহ"