উইন্ডোজ ১০ এর আপডেট সংস্করণ বাজারে ছেড়েছে মাইক্রোসফট। আপডেট সংস্করণে অপারেটিং সিস্টেমটির বিল্ট-ইন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কর্টানার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কর্টানাতে আরও ৩টি ভাষা যুক্ত করা হয়েছে। সেগুলো হলো: স্প্যানিশ (মেক্সিকো), পর্তুগিজ (ব্রাজিল) এবং ফরাসি (কানাডা)। ভাষাগুলোর কর্টানায় থাকা আরও ১১টি ভাষার সাথে যুক্ত হলো।
আরও এখন থেকে কর্টানা কোন ফাইলের তারিখ সেভ করে না রাখলেও সেটি কবে রাখা হয়েছে তা বলে দিতে পারবে। সুতরাং মাইক্রোসফট সহায়তাকারী ব্যবহারকারীদের জন্য সহজতর হলো। ওদিকে মাইক্রোসফট উইন্ডোজ ১০-এর লগ অন/লক স্ক্রিনকে একসাথে করে আরও সরলীকরণ করার চেষ্টা করছে। অনেকটা স্মার্টফোনের মতো।
সূত্র: দ্য ভার্জ