হ্যাকারদের আক্রমণের কবলে পড়ে বন্ধ করে দিতে হলো সনির গেম কনসোল প্লেস্টেশনের নেটওয়ার্ক। ‘ডিস্ট্রিবিউটেড ডেনিয়েল অব সার্ভিস’ ধরনের এই আক্রমণে হ্যাকাররা প্লেস্টেশনের নেটওয়ার্কে ট্রাফিকের পরিমাণ বাড়িয়ে দেয় বিপুল পরিমাণে। আর তাতে করেই ওভারলোড হয়ে যায় প্লেস্টেশনের নেটওয়ার্ক। শেষ পর্যন্ত এই নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তবে প্লেস্টেশনের নেটওয়ার্ক বন্ধ করে দিতে হলেও হ্যকারদের এই আক্রমণে কোনো গ্রাহকের কোনো তথ্য চুরি যায়নি বলে এক ব্লগপোস্টে জানিয়েছে সনি। এদিকে প্লেস্টেশনের নেটওয়ার্কে সাইবার আক্রমণের পাশাপাশি সনির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভ্রমণকালে তার ফ্লাইটে বোমা হামলার হুমকিও পেয়েছেন। সাইবার আক্রমণের সাথে জড়িত দলটি ওই ফ্লাইটের নিরাপত্তা হুমকির কথাও এক টুইটের মাধ্যমে জানায়। প্লেস্টেশন নেটওয়ার্ক হ্যাক হওয়া সম্পর্কে সনি এক ব্লগপোস্টে জানিয়েছে, ‘কৃত্রিমভাবে বিপুল পরিমাণে ট্রাফিক তৈরি করে প্লেস্টেশন নেটওয়ার্ক এবং সনি এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক ওভারলোড হয়ে যায়। এই সমস্যা দূর করে যত দ্রুতসম্ভব আমাদের নেটওয়ার্কগুলোকে আবার স্বাভাবিক অবস্থায় সচল রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আর সাময়িকভাবে এই নেটওয়ার্ক অচল থাকার জন্য আমরা আমাদের সকল গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’ তবে গ্রাহকদের কোনো তথ্য চুরি না যাওয়ায় সন্তোষও প্রকাশ করেছে সনি। পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেও তারা বদ্ধ পরিকর বলে জানিয়েছে। সনির প্লেস্টেশন নেটওয়ার্কে সাইবার আক্রমণের ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই নেটওয়ার্কে হামলা চালায় সাইবার অপরাধীরা। ২০১১ সালে একবার এই নেটওয়ার্কের নিরাপত্তা ভেঙ্গে তথ্য হাতিয়েও নিয়েছিল হ্যাকাররা।

Leave a Reply