অনেকদিন ধরেই পোষ্ট করতে চেয়েও করতে পারছিলাম না, তবে যার আমার পরীক্ষা গতকাল শেষ হয়েছে তো আশা করছি এখন আপনাদের নিয়মিত নতুন পোষ্ট উপহার দিতে পারবো ।

ইন্টারনেটের ধীরগতি থাকবে আরো দুই দিন

 

দেশে ইন্টারনেটের ধীর গতির কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। এই ভোগান্তি আরো দুই দিন পোহাতে হবে তাদের।আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত এই সমস্যা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন।

তিনি জানান, সাবমেরিন ক্যাবলের রিপিটার মেরামত করার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। রিপিটার মেরামতের কাজ শেষ হলে ইন্টারনেটের গতি বাড়বে।

উল্লেখ্য, ১১ মার্চ থেকে সাবমেরিন ক্যাবলের ওয়েস্টার্ন পার্টের মেরামত শুরু হয়েছে। এর ফলে বিএসসিসিএল তার মূল উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ পাচ্ছে না। ফলে দেশীয় আইএসপি সংগঠনগুলো, যারা বিএসসিসিএলের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে দেশীয় বাজারে ভারতের মুম্বাই ও চেন্নাইয়ে রিপিটার রিপ্লেসমেন্ট কার্যক্রম চলছে।

"সবাইকে ধন্যবাদ"

3 thoughts on "দেশে ইন্টারনেটের ধীরগতি থাকবে আরো দুই দিন ।"

  1. Rashidul Islam Rifat Contributor says:
    ভাইয়া আমি নতুন ও মানসম্মত পোষ্ট করব
    ভাইয়া সুধুমাত্র একটি সুযোগ দিন
    Please amake treinar banan shadhin vai
    ভাইয়া আমি ট্রিকবিডির সকল প্রকার নিয়মকানুন মেনে চলব
  2. Mahim Boss Subscriber says:
    Please Bro Review My Post…
  3. Hridoy Author says:
    ভাইয়া আমার পোস্ট গুলো দেখেন একবার হলেও ভালো লাগবে।

Leave a Reply