গুগল, মাইক্রোসফট, ইয়াহু, লিংকডইন, কমকাস্টের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ই-মেইলের নিরাপত্তায় একজোট হয়েছে। যৌথভাবে তারা এমএমটিপি এসটিএস নামের একটি ই-মেইল পদ্ধতি উদ্ভাবন করেছে, যাতে ব্যবহারকারীর তথ্য অধিক সুরিক্ষত থাকবে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে অ্যাপল ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) মধ্যকার চলমান বিতর্কের মধ্যেই ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় এ জোট গড়ার ঘোষণা দিল প্রযুক্তি বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান।
দীর্ঘদিন ধরেই ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে মেইল প্রাথমিক ভূমিকা পালন করে আসছে। কিন্তু ইনস্ট্যান্ট মেসেজিং, অ্যাপ ও সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের কারণে মেইল ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে। তবে গুগলসহ অন্য মেইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত মেইলের নিরাপত্তা বাড়াতে এনক্রিপশন সুবিধা বাড়াচ্ছে।