ফোন কিনলেই তো আর হল না।
দেখেশুনে ভেবেচিন্তে তবেই
কিনতে হবে। বাজেট যদি হয় ১৫
হাজার তবে জেনে নিন, এই
টাকার মধ্যে এই মুহূর্তে কোন কোন
ফোন সেরা।

১) জায়ামি রেডমি নোট ৩


দাম মাত্র ৯৯৯৯ টাকা। ৫.৫ ইঞ্চি
ফুল এইচডি স্ক্রিন, ১.৪ গিগাহার্টজ
হেক্সা-কোর কোয়ালকম প্রসেসর,
২ জিবি র্যাম এবং ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ।
এক্সপ্যান্ডেবল স্টোরেজ ৩২
জিবি পর্যন্ত। ১৬ মেগাপিক্সেল
রিয়ার ক্যামেরা ও ৫
মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অ্যানড্রয়েড ৫.১। ৪০৫০ এমএএইচ
ব্যাটারি। ফোরজি ও থ্রিজি
ডুয়াল সিম।

২) লেনোভো ভাইব এস১


দাম ১৪,৯৯৯ টাকা। ৫ ইঞ্চি ফুল
এইচডি স্ক্রিন, ১.৭ গিগাহার্টজ
অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর,
৩ জিবি র্যাম এবং ৩২ জিবি
ইন্টারনাল স্টোরেজ।
এক্সপ্যান্ডেবল স্টোরেজ ১২৮
জিবি পর্যন্ত। ১৩ মেগাপিক্সেল
রিয়ার ক্যামেরা ও ৮
মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অ্যানড্রয়েড ৫.০। ২৪২০ এমএএইচ
ব্যাটারি। ফোরজি ডুয়াল সিম।

৩) জিওনি ম্যারাথন এম৫ লাইট


দাম ১২,৪৫০ টাকা। ৫ ইঞ্চি স্ক্রিন,
১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর
মিডিয়াটেক প্রসেসর, ৩ জিবি
র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল
স্টোরেজ। এক্সপ্যান্ডেবল
স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত। ৮
মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট
ক্যামেরা। অ্যানড্রয়েড ৫.১। ৪০০০
এমএএইচ ব্যাটারি। ফোরজি ডুয়াল
সিম।

৪) মোটোরোলা মোটো জি
(থার্ড জেনারেশন)


দাম ১০,৯৯৯ টাকা ফ্লিপকার্টে।
অ্যামাজনে দাম বেশি। ৫ ইঞ্চি
স্ক্রিন, ১.৪ গিগাহার্টজ কোয়াড-
কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং
৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এক্সপ্যান্ডেবল স্টোরেজ ৩২
জিবি পর্যন্ত। ১৩ মেগাপিক্সেল
রিয়ার ক্যামেরা ও ৫
মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অ্যানড্রয়েড ৫.১.১। ২৪৭০ এমএএইচ
ব্যাটারি। ফোরজি ডুয়াল সিম।

৫) লেনোভো ভাইব কে৪ নোট


দাম ১১,৯৯৯ টাকা ফ্লিপকার্টে।
৫.৫ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন, ১.৩
গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর,
৩ জিবি র্যাম এবং ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ।
এক্সপ্যান্ডেবল স্টোরেজ ১২৮
জিবি পর্যন্ত। ১৩ মেগাপিক্সেল
রিয়ার ক্যামেরা ও ৫
মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অ্যানড্রয়েড ৫.১। ৩৩০০ এমএএইচ
ব্যাটারি। ফোরজি ডুয়াল সিম।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

One thought on "মোবাইল কেনার কথা ভাবছেন ! ১৫ হাজারের নীচে বাজারসেরা ৫টি ফোনের খবর জেনে নিন …."

  1. Shakilme Contributor says:
    এগুলো কি সব বাংলাদেশি দাম???

Leave a Reply