জনপ্রিয় মেসেজিং
সেবাপ্রদানকারী অ্যাপ
হোয়াটস্যাপ টেক্সটের গুরুত্ব
বাড়াতে ফন্ট স্টাইলে নানা
পরিবর্তন আনার সুযোগ দিচ্ছে
ব্যবহারকারীদের।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর সূত্রে
জানা যায়, ফেইসবুকের আওতাধীন
এ অ্যাপটি এবার চ্যাটবক্সে
টেক্সটের ফন্ট স্টাইল বোল্ড বা
ইটালিকে পরিবর্তনের সুবিধা চালু
করেছে। এতে কোনো একটি

শব্দের উভয়পাশে অ্যাসটেরিক্স
(*) যোগ করে পাঠালে শব্দটি
বোল্ড হিসেবে প্রাপকের কাছে
পৌঁছবে। আর শব্দের উভয় পাশে
আন্ডারস্কোর (_) বসালেই শব্দটি
পরিবর্তিত হবে ইটালিক ফন্ট
স্টাইলে।
এ ছাড়াও শব্দের উভয় পাশে টিল্ডে
(~) বসিয়ে শব্দটিকে দেয়া যাবে
স্ট্রাইকথ্রু ইফেক্ট, যার সাহায্যে
শব্দটির গুরুত্ব বাড়ানো যাবে
অনেকখানি।
এর আগে প্রতিষ্ঠানটি অ্যাপটির
বেটা সংস্করণের এই নতুন
সংযোজনটি নিয়ে পরীক্ষা-
নিরীক্ষা চালাচ্ছিলো। অ্যাপটির
নতুন আইওএস এবং অ্যান্ড্রয়েড
সংস্করণে সফলভাবে এই সুবিধাটি
যুক্ত করেছে তারা।

আমার সাইট একবার ঘুরে আসবেন আশাকরি যে আপনাদের ভালো লাগবেmy site

Leave a Reply