জাপানি ইলেকট্রনিক্স পণ্য
নির্মাতা প্রতিষ্ঠান সনি তাদের
প্লে-স্টেশন ভিআর-কে পিসি বা
কম্পিউটারের সঙ্গে
ব্যবহারযোগ্য করার কথা ভাবছে
বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির
একজন উর্ধ্বতন কর্মকর্তা।
এমন পদক্ষেপ নিলে অন্যান্য
উচ্চমূল্যের ভিআর হেডসেট
নির্মাণকারী প্রতিষ্ঠান অকুলাস বা
এইচটিসি-এর জন্য সনি কঠোর
প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে
জানিয়েছে ব্রিটিশ দৈনিক
জাপানের বাণিজ্যবিষয়ক পত্রিকা
নিকেই-এর সঙ্গে এক
সাক্ষাত্কারে সনির নির্বাহী ভাইস
প্রেসিডেন্ট মাসাইয়াসু ইতো
জানান, দুইটি যন্ত্রের মধ্যে অনেক
যন্ত্রাংশে মিল থাকায় প্লে-স্টেশন
ভিআরকে কম্পিউটারের ব্যবহার
উপযোগী বানাতে পারার একটি
‘সম্ভাবনা’ রয়েছে।
তিনি আরও বলেন, “এই মূহুর্তে
আমরা শুধু গেইমের দিকে
মনোনিবেশ করছি, তাই আমরা নতুন
করে এই সময়ে আর কিছু ঘোষণা
করছি না, কিন্তু আমরা এর পরিসর
বাড়াতে এর জন্য বিভিন্ন জায়গা
খুঁজছি।”
ব্যবহার করতে কোনো
হার্ডওয়্যার বা সফটওয়্যারের
দরকার হতে পারে কিন্তু এটি
অসম্ভব নয় বলে মত দিয়েছে
ইন্ডিপেনডেন্ট।
আমার সাইট একবার ঘুরে আসবেন আশাকরি যে আপনাদের ভালো লাগবেmy site