জনপ্রিয় মোবাইল
প্রস্তুতকারক সংস্থা
নোকিয়াকে যখন
মাইক্রোসফট কিনে নিল,
তখন শর্ত ছিল ২০১৬-র আগে
কোনও স্মার্টফোন বাজারে
আনতে পারবে না নোকিয়া।
চলতি বছরের শুরু থেকেই তাই
জল্পনা ছিল, কেমন হবে
নোকিয়ার প্রত্যাবর্তন।
সম্প্রতি নোকিয়ার
অ্যান্ড্রয়েড ফোনের একটি
ছবি লিক হওয়াতে সেই
জল্পনা উস্কে গেল।

রাশিয়ান ডিজাইনার দিমিত্রি
মেজেনিন এই ফোনের
ডিজাইন তৈরি করেছেন।
সম্ভবত চলতি বছরেই ফের
একবার বিশ্বের বাজারে
অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে
ফিরতে চলেছে নোকিয়া। নানা
অ্যান্ড্রয়েড মোবাইলের
ভিড়ে আলাদা স্বকীয়তা
নিয়েই আসবে নতুন মডেল
E1.
সংস্থার সূত্রে পাওয়া খবর
অনুযায়ী মোবাইলটির
ফিচারও চোখ ধাঁধাঁনো।
অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ
ওপারেটিং সিস্টেম। ২.৩
গিগাহার্তজ ইন্টেল ৬৪ বিট
অ্যাটম প্রসেসর। ৪.৯৫
ইঞ্চি IPS ডিসপ্লে। ফুল HD
রেজোলিউশন। র্যাম ২ জিবি
এবং ইন্টারনাল মেমরি ৩২
জিবি। ২৭০০ mAh ব্যাটারি।
প্রাইমারি ক্যামেরা ২০
মেগাপিক্সেল এবং সেলফি
ক্যামেরা ৫ মেগাপিক্সেল।

ভালো লাগলে আমার সাইট

3 thoughts on "কি চমক নিয়ে ফিরছে NOKIA"

  1. Karimullah Anik Contributor says:
    দামও তো সেইরকম হবে বোধকরি বিশ হাজারের কম না
  2. Rahat mahmud Contributor Post Creator says:
    আরো বেশি হবে
  3. Indian Rudra Subscriber says:
    30,000+ দাম হবে।

Leave a Reply