1

দুবছরের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ প্রতিষ্ঠানের ওয়ার্ল্ড অ্যাম্বাসেডর বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। আর বাংলাদেশে এবারই প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন সাকিব।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনলোজিস বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু সাকিব আল হাসানের নাম ঘোষণা করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হাওফু বলেন, ‘মূলত দেশের মানুষের কাছে আমাদের ব্র্যান্ডকে আরো বেশি আলোকিত করতে কাজ করবেন সাকিব। যাতে করে সেরা একটি আইসিটি ব্র্যান্ডের সঙ্গে এদেশের মানুষ আরো বেশি পরিচিত হতে পারে।’

2

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া সাকিব জানান, ‘হুয়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ এখন হুয়াওয়ের পণ্য ব্যবহার করে।’ সেইসঙ্গে হুয়াওয়ে এদেশের মানুষের জন্য সাশ্রয়ী দামের হ্যান্ডসেট নিয়ে আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Leave a Reply