২০১৬ সালের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে
মোটা অংঙ্কের টাকা দিয়েছে আইসিসি। দেশের টেস্ট
ক্রিকেটে উন্নতি করার জন্য এই টাকা দিয়েছে
আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফান্ডে রয়েছে
এই টাকা। ২২ এপ্রিল জরুরী মিটিং রয়েছে আইসিসির।
এখানে এই টাকা খরচের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে
বিসিবিকে।

কোন পথে ও কিভাবে এ অর্থ খরচ করা হবে আইসিসির
সভার সেটি পেশ করতে হবে বিসিবিকে। ২০১৫ সালে
বাংলাদেশ মোট ৫ টি টেষ্ট ম্যাচ খেলে।
এবারও বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
স্টেডিয়াম, ক্রিকেটারদের প্রক্ষিক্ষণ ইস্যুতে সচারচর
বিসিবি আইসিসির দেয়া টাকা ব্যয় করে থাকে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন
বলেন, আইসিসির দেয়া টাকা আমরা সঠিকভাবেই ব্যয়
করে থাকি। মিটিংয়ে অবশ্য এই বিষয়ে ব্যাখ্যা দিতে
হবে।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি

Leave a Reply