দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার
লিগ (আইপিএল) মাতাচ্ছেন রঙিন জার্সির জনপ্রিয়
বোলার মুস্তাফিজুর রহমান। আসরটিতে হায়দ্রাবাদ
সানরাইজার্সের হয়ে খেলছেন ২২ বছর বয়সী এই অফ
কাটার। হায়দ্রাবাদ নিজেদের প্রথম দু’টি ম্যাচে
হারলেও ধ্রুব তারার মতো উজ্বল মুস্তাফিজ।সবচেয়ে
বড় কথা হচ্ছে মুস্তাফিজুর রহমানের বড় অস্ত্র কাটার
ও স্লোয়ারের মিশ্রণ। আর এ অস্ত্র অজানা রাখতেই
অনুশীলনে কাটার দেন না মুস্তাফিজ। আর
আইপিএলের অনুশীলনেও সময় যাতে নেটে মুস্তাফিজ
কাটার না দেন সে ব্যাপারে তার ওপর নিষেধাজ্ঞা

জারি করেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
বিন মুর্তজা।গতকাল (রবিবার) ঢাকা প্রিমিয়ার
ডিভিশন ক্রিকেট লিগের(ডিপিএল) অনুশীলন শেষে
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান
মাশরাফি। অধিনায়ক মনে করছেন, নেটে কাটার
দিলে ব্যাটসম্যানরা বুঝে ফেলবেন মুস্তাফিজকে।
সেক্ষেত্রে ধার কমে যাবে বলের।মাশরাফি জানান,
কাটার ছোঁড়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে
ব্যাপক পরিচিতি পেয়েছেন মুস্তাফিজ। কিন্তু সেটা
যেন ব্যাটসম্যানদের কাছে অজানা থেকে যায় সে
পরামর্শ দিয়ে রেখেছেন তিনি।
মুস্তাফিজও অক্ষরে অক্ষরে পালন করছেন তা। জাতীয়
দলের অধিনায়কের পরামর্শ মতো অনুশীলনের সময়
কাটার ছোড়া থেকে বিরত রয়েছেন এই বাঁহাতি
পেসার।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি

Leave a Reply