আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন
আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহপাক রাব্বুল আলামিন।

তো আর কথা না বাড়িয়ে কাজের
কথায় চলে আসি।

আমাদের মধ্যে অনেকেই আমরা এক মোবাইল থেকে অন্য মোবাইলে ওয়াইফাই দিয়ে নেট শেয়ার করে থাকি। সেটা অনেকেই জানেন তাই সেই বিষয় নিয়ে লিখলাম না।

আজ লিখতে বসলাম কিভাবে ব্লুটুথ দিয়ে এক এন্ড্রয়েড মোবাইল থেকে অন্য এন্ড্রয়েড মোবাইলে নেট শেয়ার করবেন।
আপনারা জানেন যে ওয়াইফাই দিয়ে নেট শেয়ার করলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়।
আর ব্লুটুথ দিয়ে নেট শেয়ার করলে চার্জ অনেক কম পরিমানে শেষ হয় (প্রমাণিত)।

তো চলুন সরাসরি টিউটোরিয়ালে

1. আপনার মোবাইলের ডাটা কানেকশন অন করুন। তারপর মোবাইলের সেটিংস এ যান ব্লুটুথ চালু করুন।
…….নিচের চিত্রের মতো করুণ….


2. তারপর More এ ক্লিক করুন।

……নিচের চিত্রের মতো করুণ…..


3. তারপর Tethering & Portable hotspot এ ক্লিক করুন।
……নিচের চিত্রের মতো করুণ…..


4. এবার Bluetooth Tethering এ টিক দিয়ে বের হয়ে যান।
……নিচের চিত্রের মতো করুণ…..


5. এবার যার ফোনে নেট চালাবেন তার ফোনে ব্লুটুথ চালু করুন।
……নিচের চিত্রের মতো করুণ…..


6. এবার ব্লুটুথ সার্চিং করুন, স্কান লেখাতে ক্লিক করুন।
……নিচের চিত্রের মতো করুণ…..


7. এবার কাংখিত ব্লুটুথ ডিভাইসের সাথে পেয়ার করেন।
.
8. এবার ফেয়ার করা ডিভাইসের নামের উপর ক্লিক করুন।
……নিচের চিত্রের মতো করুণ…..


9. এবার যার মোবাইল থেকে নেট শেয়ার করবেন তার মোবাইলে নিচের চিত্রের মতো একটা নোটিফিকেশন পাবেন।
সেখানে Allow বা Disallow নামে দুইটা অপশন পাবেন। সেখান থেকে Allow তে ক্লিক করুন।
……নিচের চিত্রের মতো করুণ…..


10. ব্যস পুরো কাজ শেষ এবার নেট চালানোর পালা। এবার আপনার ডিভাইসটি কানেক্টেড হয়ে গেছে।
……নিচের চিত্রের মতো করুণ…..

আশা করি সবাই কাজটি সফলভাবে করতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা করে শেষ করছি।

Leave a Reply