তিনি ক্যাপ্টেন কুল। ম্যাচের মধ্যে যতই দুর্যোগ আসুক না
কেন, তার প্রভাব অধিনায়কের চোখেমুখে দেখতে পাওয়া
যায় না। নিজের লক্ষ্যে সবসময়ই অবিচল থাকেন। এই
মহেন্দ্র সিং ধোনি আইপিএলের প্রথম ম্যাচ খেলতে
নামার আগেই কেঁদে ফেলেছিলেন।
বিগত গত বছর ধরে আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের
অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু,
গড়াপেটার কারণে সুপার কিংসর উপরে নিষেধাজ্ঞা

জারি করা হয়। সেকারণেই চলতি বছর আইপিএল থেকে
ছিটকে গিয়েছে চেন্নাইয়ের এই দল। ফলে একপ্রকার বাধ্য
হয়েই এবার রাইজ়িং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক
হিসেবে মাঠে নামতে হয়েছে ধোনিকে। পুরোনো দলের
কথা মনে পড়তেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
ধোনি জানিয়েছেন, ‘এটা একটা আবেগঘন মুহূর্ত ছিল।
যেদিন থেকে আমি টি-২০ ক্রিকেট খেলা শুরু করেছি
ভারতীয় দলের হয়েই খেলেছি। মাঝে কয়েকটা
টুর্নামেন্ট ঝাড়খণ্ড দলের হয়ে খেলেছি। এ ছাড়া গত আট
বছর ধরে চেন্নায় সুপার কিংস দলের হয়ে খেলেছি।
কিন্তু, এই বছরে ওই হলুদ জার্সিটা গায়ে না থাকায়,
আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি

Leave a Reply