আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ট্রিকস্।


জিমেইল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। জিমেইলে থীম ব্যবহারের সুবিধা অনেক আগেই দিয়েছে সাথে ছিলো নিজস্ব থীম ব্যবহারের সুবিধা। সমপ্রতি নিজস্ব থীমে নিজস্ব ছবি আপলোড করার সুযোগ দিলো। ফলে ব্যবহারকারীরা জিমেইলে নিজের পছন্দের ছবি ব্যবহার করতে পারবে। এজন্য জিমেইলে লগইন করেMail Settings এ ক্লিক করুন। এবার ঞযবসবং ট্যাবে ক্লিক করে নিচে Themes সব এ ক্লিক করুন তাহলে পপআপ উইন্ডো চালু হবে। এবার মূল অংশে (উপরে) ক্লিক করলে নামে একটি রঙের চার্ট আসবে যার নিচে Create your own theme এ ক্লিক করলে একটি পপআপ উইন্ডো আসবে। এখানে পিকাসা এ্যালবাম থেকে ছবি পছন্দ করে অথবা কম্পিউটার থেকে Main Background ফরম্যাটের ছবি আপলোড করে সেট করুন। এভাবে ফুটারের ছবিও যুক্ত করতে পারেন। সব শেষে Saveবাটনে ক্লিক করে দেখুন জিমেইলে ছবিটি দেখা যাচ্ছে।
_

ভাইয়া TipsaLL24.Com এই সাইটি সবাই এক বার দেখে

জাবেন
______________________________________________________
ফেছবুকে আমার আইডি

Leave a Reply