Wroclaw ইউনিভার্সিটির কয়েকজন মেধাবী শিক্ষার্থীরা
মিলে তৈরি করেছে অবিশ্বাস্য ওয়াইফাই সিগন্যাল যেটি
প্রায় ২৫০ কিলোমিটার দূর পর্যন্ত
সিগন্যাল পাঠাতে সক্ষম (প্রামানিত)। এটি বর্তমানে
ইউরোপের দ্বিতীয় এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম দুরুত্ত
অতিক্রম করা ওয়াইফাই কানেকশন।
তারা কয়েকজন মিলে একটি টিম গঠন করে কাজ শুরু করে এবং
নেটওয়ার্ক কানেকশনের মতোই কাজ করবে। এবং সাধারন
ওয়াইফাই যেমন নিদিষ্ট দুরুত্তের ওপরে তার প্রকৃত
গতি হারিয়ে ফেলে, এটির ক্ষেত্রে এমনটি হবে না।
রেঞ্জের মধ্যে যত দুরেই থাকুন না কেন পাবেন দুরুন্ত গতির
নেট কানেকশন সবসময়।
আপনার কি মনে হয়? এই প্রযুক্তি কাজের লাগিয়ে আমাদের
সবার ঘড়ে ঘড়ে ওয়াইফাই কানেকশন দেয়া উচিৎ কি না?
জেহুতু খচর তুলনামূলক অনেক কম সেহুতু অবশ্যই করা উচিৎ।
আর না হোক অন্তত প্রতিটা ক্যাম্পাসে তো দেয়া উচিৎ।
আশার কথা হচ্ছে, সেই দিন আর হয়তো বেশী দূরে নেই
যেদিন মোবাইল নেটওয়ার্কের মতো সবখানে ওয়াইফাই
রানা ভাই আমাকে টিউনার করলে দেখবেন নিঃস্বর্থে আমার জানা বিষয় গুলো সবার মাঝে শেয়ার করবো।