আইসিসির সভায় যোগ দিতে গিয়ে ক্রিকেট
অস্ট্রেলিয়ার সভাপতি ডেভিড পিভারের অদ্ভুত এক
প্রশ্নের মুখোমুখি হলেন বিসিবি সভাপতি নাজমুল
হাসান। ক্রিকেট অস্ট্রেলিয়া সভাপতির কৌতূহল,
‘এই ছেলেকে তোমরা কোথায় খুঁজে পেলে?’
ছেলেটা কে, বুঝতে পারছেন? মুস্তাফিজুর রহমান।
খেলার মাঠ থেকে আইসিসির সভার টেবিল—
সর্বত্রই এখন উচ্চারিত হচ্ছে নামটা। সবারই
কৌতূহলের কেন্দ্রে বাংলাদেশের এই বাঁহাতি
পেসার। ক্রিকেটের আন্তর্জাতিক ‘বাজারে’ও
তুঙ্গে তাঁর চাহিদা। সানরাইজার্স হায়দরাবাদের
হয়ে আইপিএল খেলে ইংলিশ কাউন্টিতে মুস্তাফিজ
খেলতে যাবেন সাসেক্সের হয়ে। এরপর হয়তো আসবে
আরও অনেক ডাক। তবে ক্যারিয়ারের শুরুতেই

মাত্রাতিরিক্ত খেলার চাপে মুস্তাফিজ যদি
ভেঙে পড়েন! সে কারণেই তাঁর ব্যাপারে সতর্ক
হওয়ার চিন্তাভাবনা করছে বিসিবি।
কাল নিজের ধানমন্ডির কর্মস্থলে অনুষ্ঠিত এক
সংবাদ সম্মেলনে সেটাই জানালেন বিসিবি
সভাপতি নাজমুল হাসান, ‘আমরা যদি মুস্তাফিজকে
এসব জায়গায় খেলতে পাঠাইও, বোর্ড থেকে কিছু
শর্ত থাকবে। যেমন আমরা চাই না বাইরে গিয়ে সে
দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলুক। ওয়ানডে, টি-
টোয়েন্টি খেলা ঠিক আছে। ওকে পর্যাপ্ত বিশ্রাম
দিতে হবে। যেমন এক দিন পর পর খেলানো…বা এ
ধরনেরই কিছু চিন্তা করছি। আমরা চাই না,
আমাদের এই সম্পদ ইনজুরি বা অন্য কোনো কারণে
নষ্ট হয়ে যাক।’
বয়সে মুস্তাফিজ এখনো তরুণ। বাঁ হাতের
মাংসপেশির সমস্যার কারণে ক্যারিয়ারের শুরুতে
জেগেছে চোটের শঙ্কাও। তাঁর ফিটনেস নিয়ে তাই
আগে থেকেই চিন্তিত বিসিবি। মুস্তাফিজকে
অনেক বেশি ম্যাচ খেলতে হচ্ছে বলে সে চিন্তার
মাত্রাটা এখন আরও বেড়েছে এবং তা স্পষ্ট
বিসিবি সভাপতির কথায়ও, ‘মুস্তাফিজকে নিয়ে
আমাদের অনেক স্বপ্ন। বাংলাদেশের ক্রিকেটের
জন্য সে বিরাট সম্পদ। সে জন্য যেভাবে সম্ভব,
আমরা তাকে রক্ষা করব।’

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com

ফেসবুকে আমি

5 thoughts on "মুস্তাফিজকে নিয়ে বিসিবির চিন্তা"

  1. Rashed Khan Contributor says:
    পোস্টমেলা (বালের মেলা ডট কম)
    1. Kamrul Author Post Creator says:
      Good!
  2. Rashed Khan Contributor says:
    তাহলে আপনি স্বীকার করছেন, আপনার সাইডে বালের মেলা হয়
    1. Kamrul Author Post Creator says:
      আমি আমার সাইটের কথা বলি নাই ভাই আপনার কথা কইসি,,,,
  3. Rashed Khan Contributor says:
    আপনার সাইডের ডোমেন পোস্টমেলা থেকে বালের মেলা করে দেন । অনেক ভিজিটার পাবেন। ট্রিকবিডিতে স্মাম করা লাগবু না

Leave a Reply