ফ্র্যান্সের হার্ডওয়্যার
নির্মাতা প্রতিষ্ঠান উইথিংস
কিনে নিচ্ছে নকিয়া। উইথিংকস
স্মার্টওয়াচের মত ফিটনেস
ট্রেকার ডিভাইস উৎপাদন করে
থাকে। প্রতিষ্ঠানটির কেনার
জন্য নকিয়ার খরচ হবে ১৯১
মিলিয়ন মার্কিন ডলার।
এনগ্যাজেট জানিয়েছে, নকিয়া
উইথিংকস কেনার ঘোষণা
দিয়েছে। ফ্র্যান্সের এই হেলথ
অ্যান্ড ওয়্যারেবল কোম্পানিটি
খুব শিগগিরই নকিয়া

টেকনোলজিসের অংশ হচ্ছে। এর
আগে নকিয়া ওজো ক্যামেরা
এবং এন১ ট্যাবলেট কোম্পানি
কিনে নেয়।
২০১৩ সালে মাইক্রোসফটের
কাছে ফোনে ব্যবসা বিক্রি
করার পর নকিয়া জরুরি এবং
কনজুমার ব্র্যান্ডে পরিনত হচ্ছে।
এক বিবৃতিতে নকিয়ার রামজি
হায়ডামাস জানান, নকিয়া এখন
অভিনবভাবে পরবর্তী প্রজন্মের
ডিজিটাল হেলথ ডিভাইসের
নেতৃত্ব দিতে যাচ্ছে।
এদিকে উইথিংসের প্রধান
নিবার্হী কর্মকর্তা হার্চিং
অ্যাগ্রিস নকিয়ার সঙ্গে কাজ
করার জন্য উদগ্রীব হয়ে আছেন।
তিনি বলেন, নকিয়ার হয়ে
আমাদের লক্ষ্য অর্জনের জন্য
সারা বিশ্বের বিপুল সংখ্যক
মানুষকে স্বাস্থ্য সম্পর্কিত
ডিভাইস পৌঁছে দেয়ার জন্য কাজ
করবো।

♦♦♦♦Visit My Site .. ♦♦♦

Leave a Reply