কাজের সময় ফেসবুক ব্যবহারের সুযোগ
নেই? ভবিষ্যতে ‘ফেসবুক অ্যাট ওয়ার্ক’
সংস্করণটি এ অবস্থা বদলে দিতে পারে।

## অফিসের কর্মীদের পরস্পরের
যোগাযোগের ব্যবহার উপযোগী ফেসবুকের
বিশেষ একটি সংস্করণ উন্মুক্ত করতে
যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এ বছরের
জানুয়ারি মাসে ফেসবুক অ্যাট ওয়ার্কের
পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছিল
প্রতিষ্ঠানটি।

##এবারে পরীক্ষামূলক সংস্করণ শেষ করে
বিনা মূল্যে অফিসে ব্যবহারের জন্য
চূড়ান্ত সংস্করণ ছাড়তে পারে ফেসবুক। এ
বছরের শেষ নাগাদ এ সংস্করণটি আসতে
পারে বলে ফেসবুকের সূত্রের বরাতে
জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট
রিকোড।

## ফেসবুক কর্তৃপক্ষ তাদের অফিসে
অভ্যন্তরীণভাবে ফেসবুকের একটি বিশেষ
সংস্করণ ব্যবহার করে। এ ছাড়াও ফেসবুক
অ্যাট ওয়ার্কের পরীক্ষামূলক সংস্করণটি
প্রায় ১০০টি প্রতিষ্ঠান ব্যবহার করে
দেখেছে।

## ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ফেসবুক অ্যাট
ওয়ার্ক ব্যবহার করলে প্রতিষ্ঠানের খরচ

বেঁচে যাবে। কারণ কর্মীদের ফেসবুক
ব্যবহারের জন্য আলাদা করে প্রশিক্ষণ
দেওয়ার প্রয়োজন পড়বে না।

TrickBD.COM

😉

2 thoughts on "অফিসের কর্মীদের জন্য বিশেষ ফেসবুক।"

  1. Reja BD Author says:
    Bai, 1 ta id r name Verify kore dite parben, Fish jodi can debo

Leave a Reply