এই প্রথম বাজারে আসতে
চলেছে উইন্ডোজ ১০ অপারেটিং
সিস্টেম চালিত সবচে ছোট
ডিভাইস। এটি একটি স্মার্টফোন।
এর ডিসপ্লের আয়তন মাত্র ৩.৫
ইঞ্চি। এতে আছে উইন্ডোজ ১০
অপারেটিং সিস্টেম। ছোট্ট এই
ফোনটিতে ফিজিক্যাল কি-
বোর্ড রয়েছে। ফোনটি তৈরি
করেছে কিএভার নামের একটি
প্রতিষ্ঠান।

ফোনটির ৩.৫ ইঞ্চি ডিসপ্লেতে
ব্যবহার করা হয়েছে অ্যামোলিড
প্রযুক্তি। কিউএইচডি ডিসপ্লের

রেজুলেশন ৫৪০x৯৬০ পিক্সেল।
টাচস্ক্রিন ডিসপ্লের এই
ফোনটিতে কোয়ালকমের
প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে স্ন্যাপড্রাগনের
সর্বাধুনিক ভার্সন ৬০০ সংযোজন
করা হয়েছে। ফোনটির ব্যাটারি
৩০০০ মিলিঅ্যাম্পায়ার
আওয়ারের।
ফোনটিতে ভার্চুয়াল কিবোর্ডের
পাশাপাশি আছে ফিজিক্যাল
কিবোর্ড। ছোট্ট
ফোনটিতে স্পোর্টস নিউমারিক
কিবোর্ড আছে।
অন্যসব স্মার্টফোনের মত এই
ফোনটিতেও সেলফি ও রিয়ার
ক্যামেরা আছে। তবে ক্যামেরার
মেগাপিক্সেল সম্পর্কে কেনো
ধারনা পাওয়া যায়নি।
চীনের বাজারে ফোনটির
প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ১০০০
ইয়েন। ভ্যাট ও ট্যাক্সবাদে
বাংলাদেশি টাকায় এটির মূল্য
দাঁড়ায় ১২ হাজার ৭৪ টাকা।

♦♦♦♦Visit My Site .. ♦♦♦

2 thoughts on "উইন্ডোজ ফোনে ফিজিক্যাল কিবোর্ড"

  1. mostakin Contributor says:
    ভাই আমি পোষ্ট করতে পারি না কেন?
  2. Raxy khan Contributor says:
    Phone tir Nam ki r phone at model koto

Leave a Reply