উপন্যাস লিখে পুরস্কার
জিতলো একটি রোবট। এই ঘটনা
ঘটেছে জাপানে। দেশটিতে
সম্প্রতি কৃত্রিম বৃদ্ধিমত্তার
পরীক্ষার আয়োজন করা হয়।
সেখানে একটি রোবটকে
ছোটখাটো একটি উপন্যাস
লিখতে দেয়া হয়। রোবট তা
সফলভাবে প্রাথমিক পরীক্ষায়
উতরে গেছে। এটি এখন
জাপানের সাহিত্য
পুরস্কার নিক্কি হোশি শিনিচি

লিটারেসি অ্যাওয়ার্ড এ
মনোনীত হয়েছে। কিন্তু ঐ
নোবেলটি পুরস্কার পাচ্ছে না।
অটোমেশনের ফলে বিভিন্ন
পেশাজীবীরা শঙ্কায় আছেন।
রোবটের বৃদ্ধিমত্তা মানুষের
চেয়ে কোনো অংশে কম নয়। এটি
আবার প্রমাণিত হলো। এবার
লেখক রূপে রোবটের আর্বিভাব
হলো।
জাপানের সংবাদ মাধ্যমগুলো
জানিয়েছে, টোকিওতে এক
সংবাদ সম্মেলনের মাধ্যমে
রোবটের এই সাফল্যের কথা
ফলাও করে প্রচার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কৃত্রিম
বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটদের
সক্ষমতা তুলে ধরা হয়।
নিক্কি হোশি শিনিচি
লিটারেসি অ্যাওয়ার্ডে এবারই
প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন
রোবটের লেখা নিয়েছে।
সবাইকে ধন্যবাদ ।
♦♦♦♦Visit My Site .. ♦♦♦

One thought on "উপন্যাস লিখে পুরস্কার জিতলো রোবট"

  1. itman Contributor says:
    hamwap .com এ ম্যালওয়ার ট্রোজান ভাইরাস ছেড়েছে ভিসিট করলেই মরবেন ,, ফোন নস্ট হয়েছে আমার ,, সবাই শেয়ার করেন

Leave a Reply