স্মার্টফোনগুলোতে
কোয়ার্টি কি-বোর্ড ব্যবহার
করা হয়। কোয়ার্টি কিবোর্ড
হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত
প্রচলিত কি-বোর্ড যেটার
উপরের বামদিক থেকে অক্ষর শুরু
হয়েছে -কিউ, ডব্লিউ, ই, আর, টি,
ওয়াই- দিয়ে। আকারে বড়
হওয়ায় স্মার্টফোনে টাইপ করতে
দু’হাত ব্যবহার করতে হয়। কিন্তু
এবার আইফোনের জন্য এক হাতে
টাইপ করার একটি বাঁকানো কি-
বোর্ড অ্যাপস
এনেছে মাইক্রোসফট।
অ্যাপসটির নাম ওয়ার্ড ফ্লো।
এই অ্যাপসের মাধ্যমে আইফোনে
এক হাতে টাইপ করা যাবে।
অ্যাপসটি বিনামূল্যে প্লে স্টোর
থেকে নামানো যাবে। বর্তমানে
শুধু যুক্তরাষ্ট্রের ইংরেজি ফন্টে
পাওয়া যাচ্ছে অ্যাপসটি।

ওয়ার্ড ফ্লো সাধারণ কোয়ার্টি
কি-বোর্ডের মতো ব্যবহার করা
যাবে আবার অক্ষরগুলোর ওপর
সোয়াপ করেও লেখা যাবে। সুইপ
করে লিখলে দ্রুত বাক্য লেখার
সুবিধা রয়েছে। সোয়াপ কি-
বোর্ড হলো অক্ষরগুলোকে
আলাদাভাবে প্রেস না করে
অক্ষরগুলোর ওপর হাত বোলানো।
এতে অ্যাপস ধারণা করে নেবে
আপনি কি লিখতে চান।
কিন্তু এই কি-বোর্ডটির মজার
ফাংশন হচ্ছে ‘arc’ মোডে। এই
মোডটি চালু করার পর কি-
বোর্ডটি এক হাতে ব্যবহারের
উপযোগী হবে। এতে ডান হাত বা
বাম হাত, কোন হাত ব্যবহার
করতে চান সেটাও বেছে নেয়ার
সুবিধা রয়েছে।
অন্যান্য ফোনের কি-বোর্ডের
মতো ওয়ার্ড ফ্লোতেও দ্রুত
টাইপ করার জন্য কাছাকাছি
ধারণা করা যায় এমন শব্দ বা
ওয়ার্ড সাজেশান সুবিধা
রয়েছে। এছাড়াও অ্যাপসটির
ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে যে
কোন ছবি ব্যবহার করার সুযোগও
রয়েছে। তবে আপনার যদি
সোয়াপ কি-বোর্ড ব্যবহারের
অভিজ্ঞতা না থাকে,
সেক্ষেত্রে সোয়াপ কি-বোর্ডে
অভ্যস্ত হতে আপনার কিছুটা সময়
লাগবে। এর আগে মাইক্রোসফট
আইফোনের জন্য আরো একটি কি-
বোর্ড বানিয়েছিলো। ঐ
অ্যাপসটির নাম হাব কি-বোর্ড।
তবে হাব কি-বোর্ড ততটা
জনপ্রিয়তা অর্জন করতে পারে
নি।
সবাইকে ধন্যবাদ ।

♦♦♦♦Visit My Site .. ♦♦♦

2 thoughts on "আইফোনে এক হাতে টাইপ করার নতুন"

  1. BDAtikur Contributor says:
    TechBuzz24 .Com The Best tips & tricks store

Leave a Reply