অতিরিক্ত মেমোরি কার্ড লাগানোর
সুযোগ না থাকায় আইফোন
ব্যবহারকারীরা প্রায়ই ফোনের
স্টোরেজ সমস্যায় ভোগেন। আইটিউনস
থেকে কোনো বড় ফাইল নামাতে
গেলে মাঝেমধ্যেই যথেষ্ট স্টোরেজ
নেই লেখা দেখায়। এর কারণ, ফাইলের
আকার ফোনের ফাঁকা জায়গার চেয়ে
বড়। বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়
এটি। কিছু কৌশল মেনে চললেই এই
সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
এখানে পদ্ধতিটি তুলে ধরা হলো।

কোনো চলচ্চিত্রের পাশের ‘Rent’
বোতাম চাপার পর একটা সংলাপ বক্স
আসবে, যেখানে ‘OK’ এবং ‘Settings’
অপশন দেখাবে। সেটিংস নির্বাচন
করুন।
সেটিংস মেনু থেকে General /Storage &
iCloud Usage গেলে দেখবেন আপনার
ফোনের অব্যবহৃত স্টোরেজ খুব কম
দেখাচ্ছে।

হোম বোতামটি চাপলে, দেখাবে
আইফোন বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে
কাজ করছে, অ্যাপের আইকনগুলো
অনুজ্জ্বল হবে এবং নামগুলোর জায়গায়
‘Cleaning’ লেখা দেখাবে। অর্থাৎ,
আপনার আইফোন অপ্রয়োজনীয় ফাইল
যেমন ক্যাশ, ব্রাউজিং ইতিহাস, কুকি—

সব মুছে ফেলছে। যখন স্টোরেজ খুব কমে
যায়, তখন আইফোন স্বয়ংক্রিয়ভাবে এ
কাজটি করে। কিন্তু এই প্রক্রিয়ায়
জোরপূর্বক কাজটি করে, চমৎকার ফল
পাওয়া যায়।

ভাই আমার সাইটটি একবার ঘুরে আসুন প্লিজ

Leave a Reply