বর্তমানে প্রায় সবাই তাদের অধিকাংশ সময়ই কাটান ইন্টারনেটে। আর ইন্টারনেট মানেই হল নেট ব্রাউজিং, ডাউনলোড, ফেসবুকিং ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয় হল আজকাল ইন্টারনেটটা একটা ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে। নেট ব্রাউজিং, ডাউনলোড যেখানেই যাই সেখানেই এড আর এড। বর্তমানে তা একটা অসহনীয় পর্যায়ে চলে এসেছে। তাই এখন নেট ব্রাউজিংটা মনে হয় এড ব্রাউজিং। এনিয়ে আমাকে কিছু বলতে হবে না। কেননা যারা ব্যবহার করে তারাই ভালো জানে। এন্ড্রয়েড ব্যবহারকারিদের এ সমস্যায় বেশি পরতে হয়। কেননা এন্ড্রয়েড এর ব্রাউজার গুলোতে অ্যাড ব্লকার নেই। আমার জানা মতে সেরা ব্রাউজারগুলোর মাঝে ডলফিন ব্রাউজার এবং ফায়ারফক্সএ অ্যাড ব্লকার সাপোর্ট করে। কিন্তু সমস্যা হল এগুলো বেশি ডাটা কাটে। এবং অনেকে এগুলো ব্যবহার করে না। অধিকাংশই অপেরা এবং ক্রোম ব্যবহার করে। আনন্দের বিষয় হল গত ৩ মার্চ অপেরার নতুন ভার্সন আপডেট হয়। যেখানে তাদের built in adblocker দেওয়া হয়। তাই কোন এড ব্লকার যোগের বা অন্য কোন অ্যাপস্‌ ডাউনলোড এর প্রয়োজন হবেনা। এবং যেকোনো সাইট থেকে এড ছাড়া ব্রাউজ এবং ডাউনলোড করতে পারবেন। যদি আপনার প্রয়োজন হয় আপনি অপেরার নিজস্ব সাইট থেকে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারেন।

এত কিছু যদি করে থাকেন তাহলে আর কয়েক কেবি ডাটা খরচ করে অপেরার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিন কিভাবে adblocker চালু করতে হয়।

যারা কম্পিউটার ব্যবহার করে তাদের জন্যও অপেরা আপডেট হয়েছে। কিন্তু ব্যবহারের পর দেখলাম built in adblocker এন্ড্রয়েডেই ভালো কাজ করে। তাই এন্ড্রয়েড এর ডাউনলোড লিঙ্কটাই দিলাম।
সূত্রঃ টেকটিউনস

সৌজন্যঃ TrickMax.com

Leave a Reply