ইউনিলভার আমাদের দেশের পরিচিত
এক ব্র্যান্ড। তাদের লোগো সাধারন
ভাবে দেখলে U শেপের ভিতরে কিছু
অনিয়মিত ফুল বা নকশা দেখা যাবে।
কিন্তু U শেপের ভিতরের ঔ ২৫টা
আইকনের নকশা প্রচুর যত্ন করে
ধারাবাহিক ভাবে সাজানো, যেটা
ইউনিলিভারের ২৫ ধরনের প্রোডাক্ট
এবং তাদের কোম্পানীর ভ্যালুকে
তুলে ধরে।
যেমন: চুল দিয়ে তাদের শ্যাম্পু
প্রোডাক্ট বোঝানো হয় আবার চুল
মানুষের সৌন্দর্যের প্রতীক সেটা
বোঝানো হয়। আর চুলের আইকনের
পাশে রয়েছে ফুলের আইকন যা ঘ্রাণ
বোঝায়। এভাবে তারা ঔ আইকনগুলো
সুচিন্তিত ভাবে বসিয়েছে।
নিচের ছবিগুলোতে বিস্তারিত
দেখতে পাবেন
একটা প্রশ্ন আসতে পারে U শেপের
ভিতরের নকশা কেউ তো মানে
বুঝেনা, তাহলে এটা করে লাভ কি?
একটু চিন্তা করুন তো, কেউ যদি হটাত
বলে ডিটারজেন্ট পাউডার দোকান
থেকে আনতে আপনি হয়ত একটু চিন্তা
করবেন। কিন্তু কেউ যদি বলে হুইল
পাউডার কিনে আনতে, আপনি
তাৎক্ষণিকভাবে জিনিসটা বুঝতে
পারবেন। এটাই হচ্ছে ব্র্যান্ডিং এর
শক্তি। পুরো পণ্যের নাম ব্র্যান্ডের
নামে চলে আর এমন চমৎকার কাজ
করেছে ইউনিলিভার তাদের সূক্ষ্ম
কিছু পরিবর্তনের মাধ্যমে। ব্র্যান্ডিং
পরিচিতি আনে, পরিচিতি সেল
বাড়ায়। হুইল পাউডার/সাবান, ফেয়ার
এন্ড লাভলী, লাক্স, সানসিল্ক শ্যাম্পু,
ভ্যাসলিন, লাইফবয়, ক্লিয়ার সহ অনেক
পরিচিত প্রোডাক্টের জনক
ইউনিলিভার কোম্পানী।
ডিটারজেন্ট পাউডার থেকে হুইল
পাউডার কিংবা ফর্সা হওয়ার ক্রিম
ফেয়ার এন্ড লাভলী কিংবা স্ক্রিন
প্রটেক্টরের থেকে ভ্যাসলিন হয়ে
যাওয়া এতটাও কাকতালীয় না, অনেক
সূক্ষ্ম পরিবর্তনেরই ফসল।
6 thoughts on "আসুন জেনে নেওয়া যাক – ইউনিলিভার লোগো পিছনের গল্প"