বিরল জিনগত রোগে আক্রান্ত হয়ে
ভারতের মুম্বাইয়ের ১৫ বছর বয়সী
কিশোর নিহাল বিটলার মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার তেলেঙ্গানা রাজ্যের একটি
হাসপাতালে তার মৃত্যু হয়। প্রোগারিয়া
রোগে আক্রান্ত হওয়ার ফলে
স্বাভাবিকের তুলনায় ৮ গুণ বেশি গতিতে
তার বয়স বৃদ্ধি পেয়েছিল।
প্রোগারিয়া নামের এই বিরল রোগের
বিরুদ্ধে ভারতে প্রচারণার কেন্দ্রে
ছিলেন কিশোর নিহাল বিটলা।
বোস্টনের একটি হাসপাতালে
প্রচেষ্টায় আয়োজিত ডাক্তারদের এক
ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নেয়ার জন্য
নিহাল বিটলা ভারতের প্রোগারিয়া আক্রান্ত
আরও ৬০ জন রুগিকে খুঁজে বের করার
চেষ্টা করেন। তখনই তিনি সংবাদ
মাধ্যমের হেডলাইনে চলে আসেন।
তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি
এই রোগের বিরুদ্ধে জনসচেতনতা
বৃদ্ধি করতে একটি ক্যাম্পেইন
করেছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি
#HatsOnForProgeria নামের একটি
প্রচারণায় অগ্রগামী ভূমিকা পালন
করেছেন।
আরও অবাক করা সংবাদ হচ্ছে, ফেসবুক
পেইজ ‘হিউম্যানস অব বোম্বে’তে
নিহালের গল্প সবার নজরে এলে তিনি
খানের সাথে সাক্ষাৎ করেন। নিহাল আমির
খানের ভক্ত ছিলেন। ভারতের সামাজিক
মাধ্যমে নিহাল ছিলেন সংগ্রামী ও সবার
প্রিয় একটি চরিত্র।
প্রকাশক : mTipsbd.Com
One thought on "বিরল বয়সজনিত রোগে আক্রান্ত মুম্বাই কিশোরের মৃত্যু"