শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি নতুন একটি পোর্টেবল কিবোর্ড বাজারে ছেড়েছে। এটির মডেল পোস্টফিক্স ২ । এর আগে প্রতিষ্ঠান রোলি নামে একই ধরনের একটি কিবোর্ড বাজারে ছাড়ে। নতুন এই কিবোর্ডটির বিশেষত্ব হচ্ছে এটি কাগজের মত ভাঁজ করা যাবে। 

এলজির এই কিবোর্ডটিতে পাঁচ সাঁড়িতে কি আছে। আগের মডেলটিতে চার সাঁড়িতে কি ছিল। এটি ভাঁজ করে সহজেই বহন করা যাবে। 

কিবোর্ডটি একই সঙ্গে তিনটি ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে পেয়ার করা যাবে।  অন্যদিকে এটি ডক হিসেবেও ব্যবহার করা যাবে। ব্যবহার করা যাবে টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপেও।

এলজির জন্মস্থান দক্ষিণ কোরিয়ার বাজারে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে। এটির মূল্য ১১০ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় কিবোর্ডটির মূল্য দাঁড়ায় ৮ হাজার ৬১৮ টাকা

 

One thought on "কাগজের মত ভাঁজ করা যাবে কিবোর্ড"

Leave a Reply