নতুন অ্যাপেল ওয়াচ নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার প্যাটেন্টলি অ্যাপেলের নতুন দুটি পেটেন্ট প্রকাশ করে।

অ্যাপেলের প্রকাশিত নতুন দুটি পেটেন্টে দেখা যায় নতুন অ্যাপেল ওয়াচে বিল্ট-ইন ক্যামেরাসহ আরও এক জোড়া অতিরিক্ত বাটন থাকবে। এ ক্যামেরা দিয়ে ছবি এবং ভিডিও করা যাবে। এছাড়া ক্যামেরা সামনের দিকে হওয়ায় ব্যবহারকারী সেলফিও তুলতে পারবে।

ক্যামেরাটি অ্যাপেল ওয়াচের প্রান্তে থাকবে, ফলে ব্যবহারকারী পার্শ্ববর্তী কোন বিষয় বা বস্তু যেমন বার কোড, কিউআর কোড কিংবা অন্য কোনও ছবি তুলতে পারবে। ক্যামেরার পাশাপাশি নতুন অ্যাপেল ওয়াচের পাশে দুটি নতুন বাটন থাকবে। এগুলো ফিজিক্যাল কিংবা টাচ-ক্যাপাসিটিভ বাটন হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply