দ্রুত ডাটা খরচ হয়ে যাচ্ছে কি না এই
ভয় আর থাকবে না। এবার ফ্রি-তে
হাই-স্পিডের ইন্টারনেট দেবে গুগল।
আমেরিকার কানসাসে আপাতত
স্বল্প বিত্তের ১০০টি পরিবারকে এই
পরিষেবা দেবে সংস্থাটি।

.
.
.
সেখানকার এক হাউজিং সংস্থার
সঙ্গে চুক্তি করে এই পরিষেবা চালু
করতে চলেছে গুগল। যত দিন যাবে,
ধীরে ধীরে পরিবারের সংখ্যা
বাড়ানো হবে বলে জানিয়েছে
সংস্থাটি।

.
.
আসলে, যত দিন যাচ্ছে, ইন্টারনেট
পরিষেবা জরুরি হয়ে উঠছে বিশ্বের
যেকোনো প্রান্তেই। সে উন্নত
দেশই হোক বা উন্নয়নশীল দেশ! তাই
স্বল্পবিত্ত পরিবার, যারা
সামর্থ্যের অভাবে ইন্টারনেট
ব্যবহার করতে পারেন না, তাদের
হাতে সুবিধে তুলে দিতে চাইছে
গুগল। পর্যায়ক্রমে এই সেবা বিশ্বের
সব দেশেই ছড়িয়ে দেয়া হবে।

.
.
.
গুগল জানিয়েছে, ২০১৬-র শেষের
দিকে এই সেবা গুগল ভারতেও চালু
করবে বলে ঘোষণা দিয়েছে।
.

.
.
পর্যায়ক্রমে এই সেবা
বাংলাদেশেও আসবে বলেই
ধারণা করা হচ্ছে।


জিপি ফ্রী মেগাবাইট এর অফার জানতে
এখানে ক্লিক করুন

5 thoughts on "ফ্রি- তে ইন্টারনেট দেবে গুগল!"

  1. Old id Contributor says:
    I love you trickbd
  2. bappakhan Contributor says:
    বাংলাদেশে এই সেবা গুগল দিলেও মোবাইল কম্পানি তা প্রকাশ করবে না।
  3. trickbdd Subscriber says:
    dhur tai hoy naki tahole mobile companyr to bash jabe
  4. MD Forid Contributor says:
    আমি এমত,,,,,
    বাংলাদেশে এই সেবা গুগল দিলেও মোবাইল কম্পানি তা প্রকাশ
    করবে না।
  5. Rabby420 Contributor says:
    কবে আসবে,,,i am wating

Leave a Reply