সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের ছোট একটা অডিও অ্যাম্পিলিফায়ার সার্কিট উপহার দিব। আপনি যদি কখনোই অডিও অ্যাম্পিলিফায়ার তৈরী করে সফল হতে না পারেন , তাহলে এই সার্কিট তেরী করতে পারেন। তবে অডিও আউটপুটের ওয়াট অনুযায়ী এই সার্কিটে খরচ একটু বেশি পড়বে। তাই শুধুমাত্র আপনার অভিজ্ঞতার জন্য এটা তৈরী করতে পারেন। এই সার্কিটে ব্যবহৃত সকল কম্পোনেন্টগুলোই আয়তনে অনেক বড়। তাই অনায়াসে এটা তৈরী করতে পারবেন। আপনি যদি এটি বানাতে চান তাহলে নিচের কম্পোনেন্টগুলো সংগ্রহ করুন:

১. একটি ১০০ ওহমের ৫ ওয়াট সিরামিক রেজিস্ট্যান্স।
২. একটি ৩৩ ওহমের ৫ ওয়াট সিরামিক রেজিস্ট্যান্স।
৩. একটি 100uF 25v এর পোলারিস্ট ক্যাপাসিটর।
৪. একটি 2N3055 মানের ট্রানজিস্টর।
৫. একটি ১২ ভোল্টের সেন্টার ট্যাপ ট্রান্সফরমার।
৬. একটি ৪ ইঞ্চি মাইক। তাহলে আপনি ২.৫ ওয়াট আউটপুট পাবেন। যদি ৬ ইঞ্চি মাইক লাগান, তাহলে ৪ ওয়াট আউটপুট পাবেন।

এবার চিত্রের মত করে কম্পোনেন্টগুলো সংযোগ করুন।

সার্কিটে ১২ ভোল্ট ট্রান্সফরমারের শুধু সেকেন্ডারী ওয়েন্ডিং মানে আউপুট ব্যবহার হবে।

সার্কিটটি পিউর ডিসি ১২ ভোল্টে চলবে। তাই আপনাকে ১২ ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করে একটি পাওয়ার সাপ্লাই তৈরী করতে হরে এবং 7812 মানের রেগুলেটর আইসি এর মাধ্যমে সার্কিটে ১২ ভোল্ট প্রবেশ করাতে হবে। ট্রানজিস্টরের সাথে Heat Sink অবশ্যই লাগাতে হবে।

তো আর দেরী কেন আজই শুরু করে দিন।
যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিম্বাজ , ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে ADD দিন আর মেসেজ পাঠান ! আপনার সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো ! সবাই ভাল থাকবেন !

বিঃদ্রঃ আমার এই তথ্যগুলো ভুল ধরার আগে, এই তথ্য অনুযায়ী কাজ করে দেখুন সফলতা পাবেন।

অনলাইনে ইনকাম করতে চান তাহলে দ্রুত এখানে আসুন, আপনিও পারবেন দৈনিক ২০০-৩০০ টাকা ইনকাম করতে। সকল ধরনের ফোন দ্বারাই পারবেন ও সবার দ্বারাই সম্বভ। ১০০% ওওরকিং

8 thoughts on "আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট! [পর্ব-২] :: এবার খুব সহজে আপনি অবশ্যই অডিও অ্যাম্পিলিফায়ার তৈরী করতে পারবেন! অন্য জায়গায় তৈরি করতে আর ৫০০ টাকা দেওয়ার দরকার নাই"

    1. khan jihad Contributor says:
      Apnar moto binodon er jonno kisui nA
  1. Monir650 Contributor Post Creator says:
    #djshakilexe ভাই ঠিক বলছেন। এনারা নিজেও জানে না অন্যদেরও জানতে দেয় না।
  2. Rkfida Contributor says:
    সাউন্ড ক্লিয়ার শোনা যাবে?
  3. controlar Contributor says:
    মনির ভাই কিভাবে ফ্যানের রেগুলেটর লাগানো হয় একটু বলবেন।দয়াকরে পারলে স্কিনসুট দিয়া দিবেন।।দিলে বর উপকার হত ভাই।
    1. abirislam Contributor says:
      bro fb tea asen… ami enginear…
      facebook.com/[email protected]

Leave a Reply