অ্যান্ড্রয়েড, জিমেইল, গুগল
ড্রাইভ, ম্যাপস, ইউটিউব বা গুগল
সার্চ অর্থাৎ গুগলের যেকোনো
সার্ভিস ব্যবহার করলে আপনার
সকল তথ্য সংরক্ষণ করে রাখে গুগল।

সম্প্রতি এসব তথ্য দেখানোর
ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।

মাই অ্যাকটিভিটি পেইজ নামক
গুগলের নতুন ড্যাশবোর্ডে
ব্যবহারকারীদের ব্যাপারে
সংরক্ষিত বিগত ২০ বছরের তথ্য
রয়েছে!

এখানে গেলে আপনি এপর্যন্ত
করা সকল সার্চ, দেখা ছবি এবং
প্রবেশ করা ওয়েবসাইট খুঁজে
পাবেন, যা হয়ত আপনি নিজেই
ভুলে গেছেন। ব্যাপারটা অদ্ভুত
হলেও যথেষ্ট উপকারী।

তাছাড়া
মাই অ্যাকটিভিটি পেইজে
গেলে গুগলের অনুসরণ পদ্ধতি
জানার পাশাপাশি আপনি
চাইলে অপ্রয়োজনীয় তথ্য মুছে
ফেলতে পারবেন এবং ভবিষ্যতে

আপনার কোন তথ্য যাতে সংরক্ষণ
না করা হয়, তাও নিশ্চিত করতে
পারবেন।

গুগল এই বিশাল তথ্য ভান্ডার মূলত
দুইভাবে কাজে লাগায়। প্রথমত
এসব তথ্য তারা সাধারণ মানুষের
জন্য সার্ভিস আরও উন্নত করতে
ব্যবহার করে। যেমন, আপনার
মোবাইলের অবস্থান ব্যবহার করে
সেখানকার রাস্তাঘাটের
ব্যাপারে তহ্য সংগ্রহ।

এছাড়া আপনাকে আরও ব্যক্তিগত
অভিজ্ঞতা দিতে সংরক্ষিত
তথ্যগুলো কাজে লাগে। যেমন,
সার্চ অটোকমপ্লিট করার
ক্ষেত্রে। অনলাইনে আপনার
পছন্দানুযায়ী বিজ্ঞাপন
দেখানোর ক্ষেত্রেও এটা
কাজে লাগায় তারা।

মাই অ্যাকটিভিটি পেইজ
থেকে চাইলে আপনার
ব্যাপারে সংরক্ষিত যেকোনো
বা সকল তথ্যই মুছে ফেলতে
পারবেন। তবে গুগল এসব তথ্য
ব্যবহারের অভিজ্ঞতা উন্নত
করতে ব্যবহার করায় বেশিরভাগ
তথ্য মুছে ফেললে গুগল
সার্ভিসগুলোর কার্যকারিতা
কমে যাবে।

গুগল অবশ্য ব্যবহারকারীদের

কাস্টমাইজেশন অপশান দিয়েছে,
যাতে কি কি তথ্য সংরক্ষণ করা
হবে, তা ব্যবহারকারী নিজেই
নির্ধারণ করে নিতে পারে।
গোপনীয়তা নিয়ে চিন্তিত
হলে পূর্বের সকল তথ্য ডিলিট করে
দিয়ে আপনি এই সুবিধাটি
ব্যবহার করতে পারেন।

তবে স্বস্তির ব্যাপার হচ্ছে, গুগল
অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা
অবস্থায় গুগলের সার্ভিসগুলো
ব্যবহার করলেই কেবল আপনার
তথ্যগুলো মাই অ্যাকটিভিটি
পেইজে প্রদর্শিত হবে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

One thought on "আপনার সকল অনলাইন কার্যক্রম সংরক্ষণ করে গুগল! কীভাবে দেখবেন?"

  1. Afsar Returns Contributor says:
    রানা ভাই, আমাকে টিউনার
    বানান। আমি ভাল ভাল পোস্ট
    দিতে ট্রাই করব ।।

Leave a Reply