যারা অনলাইনের কাজ করে তাদের জন্য এর থেকে বড় সুখবর আর কি হতে পারে। কারন আগামী মাস থেকেই পেপ্যালের সেবা মিলতে পারে বাংলাদেশে। দীর্ঘদিন থেকেই বাংলাদেশে পেপ্যালের সেবা চালুর দাবি ছিল।

জানা গেছে, সোনালী ব্যাংকের পক্ষে উপমহাব্যবস্থাপক পর্যায়ের একজন কর্মকর্তা এ চুক্তিতে সই করেন। প্রথমে সোনালী ব্যাংকের পক্ষে খসড়া চুক্তিতে সই করে তা পাঠানো হয় পেপ্যালের সদর দপ্তরে। সেখান থেকে পেপ্যালের পক্ষে চুক্তিতে সই করা হয়েছে বলেও জানা গেছে।
সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চুক্তির আওতায় পেপ্যালের এ মাধ্যমে প্রবাসী আয়, তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের আয় সহজে ও নিরাপদে দেশে আনা যাবে। চুক্তি সই করার আগে আন্তর্জাতিক সেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশে সম্ভাব্যতা যাচাই করা হয়।হয়।
সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত
ব্যবস্থাপনা পরিচালক দিদার মো.
আবদুর রব প্রথম আলোকে বলেন, আগামী মাস থেকেই পেপ্যালের সেবা শুরু হবে। সরকারের উদ্যোগের ফলে এ চুক্তি সম্পন্ন হচ্ছে।
পেপ্যাল বাংলাদেশে চালুর ব্যাপারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরুর বিষয়ে প্রচেষ্টা অব্যাহত
রেখেছি। এতে আমরা অনেকদূর এগিয়েছিও। আশা করি ফ্রিল্যান্সারসহ দেশবাসীকে অল্প কিছুদিনের মধ্যে এ একটি সুখবর দিতে পারব পারব

ভাল লাগলে একবার ঘুরে আসবেন.
Reviewtime24.Com

7 thoughts on "আগামি মাস থেকে বাংলাদেশে চালু হচ্ছে Paypal."

  1. Jahid200 Contributor says:
    দমফাটানো হাঁসির জোক্স পড়তে facebook পেইজটিতে লাইক দিন [url=http://www.facebook.com/jisatrick] জোক্স মাস্টার
    [/url]
  2. Aukc Contributor says:
    great news,is it true???
    1. ahadrox Author says:
      বিশ্বাস হয় না??? সত্যিকার কথা!!
  3. Afsar Returns Contributor says:
    রানা ভাই, আমাকে টিউনার
    বানান। আমি ভাল ভাল পোস্ট
    দিতে ট্রাই করব ।।
  4. DJboy24 Contributor says:
    Please tunar koren vai
  5. DJboy24 Contributor says:
    Help Me আমাকে টিউনার করেন ভাই।
    আমি নিয়মিত নিজের লেখা ট্রিক শেয়ার করবো ইনশআল্লাহ।

Leave a Reply