কেমন আছেন সবাই? আসাকরি ভালোই
আছে। আমিও উপর আল্লাহর দোয়ায়
ভালোই আছি। আমরাতো কোকা-
কোলা পান করি কিন্তু এই কোকা-
কোলার ২০টি ব্যাতিক্রমী ব্যবহার
আছে যা জানলে আপনিও ব্যবহার করতে
থাকবেন। কোকা-কোলা মানব দেহের
জন্য অনেক ক্ষতিকর। যারা প্রতিনিয়ত
কোকা-কোলা পান করেন তাদের
পাকস্থলি নিশ্চিত খারাপ হবেই।
আবার আমরা কোন বিয়ে বা অন্যকোন
অনুষ্ঠানে দাওয়াত খেতে গেলে
খাওয়ার পর কোকা-কোলা দেওয়া হয়।
কেন দেওয়া হয় জানেন? কারণ আপনার
খাবার জেন দ্রুত হজম হয়ে যায়। কিন্তু এই
পানিও যে কতটা ক্ষতিকর তা বললে
বিশ্বাস করবেন না। তো যাই হক আজকে
আমি কোন ক্ষতির কথা বলব না, শুধু বলব
এর দারুন ব্যবহার সম্পর্কে। চলুন আজকে
জেনে নেই এর দারুন ব্যবহার সম্পর্কে।
১. কাপড় থেকে তেলের দাগ উঠিয়ে
ফেলে
২. মরিচা দূর করতে পারে, মরচে পড়ে
শক্ত হয়ে এঁটে থাকা নাট-বল্টু ঢিলা
করে দেয়
৩. কাপড় থেকে রক্তের দাগ উঠিয়ে
ফেলতে পারে
৪. মেঝে থেকে তেলের দাগ উঠিয়ে
ফেলতে পারে
৫. এর মাঝে থাকা অ্যাসিড মেরে
ফেলতে পারে বাগানে উপদ্রব করা
শামুক জাতীয় প্রাণী
৬. পুড়ে যাওয়া হাঁড়ি-পাতিল থেকে
পোড়া দাগ উঠিয়ে ফেলতে পারে
৭. চায়ের কেটলি থেকে পুরনো দাগ
তুলে ফেলতে পারে
৮. গাড়ির ব্যাটারির টার্মিনালে
পড়া শক্ত ময়লা তুলে ফেলতে পারে
৯. গাড়ির এঞ্জিন পরিষ্কার করে
১০. পুরনো কয়েন চকচকে করে ফেলে
১১. টাইলসের মাঝে পড়ে যাওয়া ময়লা
উঠিয়ে ফেলে
১২. মানুষের দাঁত গলিয়ে ফেলতে
পারে!
১৩. চুল থেকে চুইং গাম তুলে ফেলতে
পারে
১৪. চিনামাটির বাসনপত্র থেকে দাগ
তুলে ফেলতে পারে
১৫. ময়লা সুইমিং পুলের পানিতে
দিলে পানিতে পরে থাকা লালচে
স্তর দূর হয়ে যাবে
১৬. ডায়েট কোলা ব্যবহার করে চুলের
ডাই তুলে ফেলা যায় অথবা হালকা
করে ফেলা যায়
১৭. কার্পেটের থেকে মার্কারের দাগ
উঠিয়ে ফেলতে পারে।
১৮. টয়লেট পরিষ্কার করতে ব্যবহৃত হতে
পারে!
১৯. কোক আর অ্যালুমিনিয়াম ফয়েল
ব্যবহার করে ক্রোমিয়ামের জিনিসপত্র
অনেক উজ্জ্বল করে ফেলা যায়
২০. ধাতব আসবাবপত্র থেকে রঙ উঠিয়ে
ফেলতে পারে
সূত্রঃ টেকস্পট
.