সারারাত চার্জে রেখে রেখে
আপনি আপনার স্মার্টফোনের
অনেক বেশি ক্ষতি করছেন। এতে
ক্রমে[img id=189570]আপনার দামী মোবাইল নষ্ট
হয়ে যাবে।
ব্যাটারি বিশ্ববিদ্যালয়ের একদল
ছাত্র ব্যাটারি নিয়ে গবেষণা
করার পর জানায়, যদি আপনার
গ্যাজেট সম্পূর্ণ চার্জ হবার পরও
আপনি তা চার্জে লাগিয়ে
রাখেন তাহলে ব্যাটারির
কেমিস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে। এতে
ব্যাটারিতে প্রচুর পরিমাণে চাপ
পড়বে, যা অবশ্যই ভাল না।
.
তারা
বলেন, মোবাইল কখনও সম্পূর্ণ চার্জ
না করাই ভাল। এতে লিথিয়াম
ব্যাটারির সমস্যা হয়।
আপনার ফোনের তাপমাত্রা
বেড়ে গেলে ‘লিথিয়াম আয়ন’
ব্যাটারীগুলো খুব বেশি কাজ
করতে পারে না এবং এটা
ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
.
যদি আপনার ডিভাইসটি কোন
কেইসে থাকে বা এমন কাভার
ব্যবহার করেন যা তাপ সহজে বের
হতে দেয় না, তবে এই তাপ
ব্যাটারির তাপমাত্রা বাড়াবে
এবং সেল অক্সিডেশান তৈরি
করবে যা ব্যাটারির ক্ষমতা এবং
আয়ু কমাবে।[img id=189570]তাই রাতে ফোনটি
চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ার আগে
ফোনটির কেইস/কাভার খুলেছেন
কিনা নিশ্চিত হয়ে নিন…
ধন্যবাদ
〘♚♔ ফেসবুকে আমি♚♔〙
তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে
এক বছর ধরে রাতে ফোন চার্জে লাগিয়ে ঘুমাই ।
কই এখনোতো কোন সমস্যা পেলামনা ।
ব্যাটারিও চার্জ ব্যকাপ আগের মতোই দেয় ।
s
kissu hoy na…