মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি
অনেকেরই প্রয়োজন হয়। কিন্তু এ
সফটওয়্যারটির আসলটি ব্যবহার
করতে চাইলে সে জন্য প্রচুর অর্থ
গুনতে হয়। যদিও অধিকাংশ মানুষই
সফটওয়্যারের জন্য অর্থ ব্যয় করতে
চান না।
.
কিন্তু আপনি যদি চান
তাহলে এ সফটওয়্যারটির বিকল্পও
ব্যবহার করতে পারেন। যেটি
ব্যবহার করলে আপনার যেমন
বাড়তি অর্থ গুনতে হবে না, তেমন
অরিজিনাল [img id=189570] সফটওয়্যার ব্যবহারের
সুবিধাও পাবেন। এক
প্রতিবেদনে বিষয়টি
জানিয়েছে এনডিটিভি।
বিনামূল্যের সফটওয়্যারটির নাম
‘ডোব্লিউপিএস অফিস ২০১৬’।
এটি ব্যবহার করলে বাড়তি
ঝামেলা ছাড়াই মাইক্রোসফট
অফিসের বিকল্প হিসেবে কাজ
করা যাবে।
.
মাইক্রোসফট অফিসের ওয়ার্ড
প্রসেসর হলো মাইক্রোসফট
ওয়ার্ড। আর এ সফটওয়্যারটির
বিকল্প হিসেবেই কাজ করতে
পারে ডাব্লিউপিএস অফিস
২০১৬। এ অ্যাপটি মাইক্রোসফট
ওয়ার্ডের তুলনায় অবশ্য হালকা
বা কম জায়গা লাগে। এ কারণে
এটি ধীরগতির ডিভাইসেও
সহজে চলে।
ডাব্লিউপিএস অফিস ২০১৬
সফটওয়্যারটির ডিজাইনও অত্যন্ত
চমৎকার।[img id=189570]এটি ব্যবহার করা নতুন
ব্যবহারকারীর জন্যও কঠিন নয়। এ
ছাড়া এর ব্যাকগ্রাউন্ড রংও
চোখের ওপর বাড়তি চাপ সৃষ্টি
করে না।
.
একমাস বিনামূল্যে ব্যবহার করার
পর আপনার এ অ্যাপটি ব্যবহার
করতে হলে কিছু অর্থ খরচ করতে
হবে। তবে আপনি চাইলে তার
পরও এটি ব্যবহার করতে পারবেন।
সে ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা
থাকবে।
এটি উইন্ডোজ পিসিতে যেমন
ব্যবহার করতে পারবেন তেমন
অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেমেও ব্যবহার করা যাবে।


ধন্যবাদ


〘♚♔ ফেসবুকে আমি♚♔〙
তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে

Leave a Reply