একটি ইন্টারনেট সংযোগ৷ সঙ্গে
কীবোর্ড ও মাউসের ক্লিক!
নিমিষেই হাতের মুঠোয় দুনিয়া।
সহজে বিশ্ব ভ্রমণের জন্য এর থেকে
সহজ উপায় আর দ্বিতীয়টি নেই। কিন্তু
ইন্টারনেটের গতি যদি হয় কচ্ছপের
মতো, তাহলে বিরক্তির মাত্রাও
থাকে একটু বেশি।
বিশ্বের বিভিন্ন দেশের
ইন্টারনেটের গতি নিয়ে বিভিন্ন
সময় বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা
প্রতিবেদন প্রকাশ করে। আকামাই
টেকনোলজিসের প্রকাশিত
প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বের
বিভিন্ন দেশের ইন্টারনেটের গতির
একটি তুলনামূলক চিত্র। সমীক্ষা
অনুসারে, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির
ইন্টারনেট সংযোগ রয়েছে, এমন
১০টি দেশের তালিকা এবং
ইন্টারনেটের গড় গতি তুলে ধরা

হলো:

১. বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি
গতির ইন্টারনেট ব্যবস্থা আছে দক্ষিণ
কোরিয়ায়। দেশটিতে ইন্টারনেট গড়
গতি ২২.২ মেগাবাইট প্রতি
সেকেন্ড।

২. হংকংয়ে ইন্টারনেটের গড় গতি
১৬.৮ মেগাবাইট প্রতি সেকেন্ড।
তালিকার দ্বিতীয় অবস্থানে আছে
দেশটি।

৩. জাপান আছে তালিকার তৃতীয়
স্থানে। এখানে ইন্টারনেটের গড়
গতি ১৫.২ মেগাবাইট প্রতি
সেকেন্ড।

৪. সুইডেন আছে চতুর্থ স্থানে। এই
দেশে ইন্টারনেটের গড় গতি ১৪.৬
এমবিপিএস। আগের বছরের তুলনায় এই
গতি বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ।

৫. ১৪.৫ এমবিপিএস গতির ইন্টারনেট
সুবিধা নিয়ে তালিকার পঞ্চম
স্থানে আছে সুইজারল্যান্ড।

৬. নেদারল্যান্ড আছে তালিকার ৬
নম্বরে। দেশটিতে ইন্টারনেটের গড়
গতি ১৪.২ এমবিপিএস।

৭. ১৩ মেগাবিট প্রতি সেকেন্ড

গতির ইন্টারনেট নিয়ে এই
তালিকার সাত নম্বরে আছে
লাটভিয়া।

৮. আয়ারল্যান্ড আছে এই তালিকার
অষ্টম স্থানে। দেশটিতে
ইন্টারনেটের গড় গতি ১২.৭
মেগাবিট প্রতি সেকেন্ড।

৯. ১২.৩ মেগাবাইট প্রতি সেকেন্ড
গড় গতির ইন্টারনেট নিয়ে নবম
অবস্থানে আছে চেক প্রজাতন্ত্র।

১০. তালিকার ১০ নম্বরে আছে
ফিনল্যান্ড। দেশটিতে ইন্টারনেটের
গড় গতি ১২.১ মেগাবাইট প্রতি
সেকেন্ড।- সংবাদসংস্থা

আপনার নিজের নামে স্বল্পমূল্য ওয়েবসাইট তৈরি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করুন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

11 thoughts on "যে ১০টি দেশে ইন্টারনেটের গতি সবচেয়ে বেশি !"

  1. Nur Md Nirob Contributor says:
    Vpn connect korla ke first speeb pabo?
  2. Reja BD Author says:
    বাংলাদেশে কথ ২ না ১ এমবি ?
    1. Sk Hadi Contributor says:
      তাও পাইলে খুশি হতাম। আধিকাংশ জাযগায ২৫০ kb পায।
    2. Reja BD Author says:
      ah Amader Sunar Bangladesh , Jekhane Valo mote 2G o nai
  3. sajid ch Contributor says:
    bd te goti secend a goti 22.2 kb ha ha ha ha ha ha
  4. Shakib420 Contributor says:
    gp…ta 2 mb/s sec
  5. Robert Contributor says:
    বাংলার গতি ভাঙ্গা গতি
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      😀 😀 😀
  6. error2 Contributor says:
    আমার ভাঙ্গা mobile, ছেড়া speed…
    চলবে আর কত কাল, আমি এখন খাচায় বসিয়া,
    রে দয়াল..
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      😛 😛 😛
  7. Nh Fahim Contributor says:
    Lol. :v
    Nasa te per sec 91 gbps..

Leave a Reply