গ্রাহকদের জন্য গ্রামীণফোনের বিভিন্ন
ধরনের সেবা ব্যবহার, অফার, বোনাস
এবং পুরস্কারের তথ্য সম্বলিত সেল্ফ-
কেয়ার চ্যানেল ‘মাইজিপি’ চালু করেছে
দেশের অন্যতম মোবাইল অপারেটর
গ্রামীণফোন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর
ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের
মাধ্যমে এ সেবা চালু করে
কোম্পানিটি। মাইজিপি
অ্যাপ্লিকেশনটি হচ্ছে একটি ডিজিটাল
চ্যানেল যা গ্রাহকদের সরাসরি
গ্রামীণফোনের সঙ্গে যোগাযোগের
সুযোগ করে দেয়।
অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের
প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যাবে
মাইজিপি অ্যাপ্লিকেশনটি।
গ্রামীণফোনের বিভিন্ন সেবা সহজে
এবং কার্যকরভাবে এই অ্যাপের মাধ্যমে
পরিচালনা করতে পারবে গ্রাহকরা।
অ্যাপটি ডাউনলোড এবং ব্যবহার করতে
নিয়মিত ডাটা চার্জ প্রযোজ্য হবে।
অফলাইনে অ্যাপটি ব্যবহার করার সুযোগ
থাকলেও হালনাগাদ তথ্য পেতে হলে
ইন্টারনেট সংযোগ লাগবে।
গ্রামীণফোনের প্রি-পেইড এবং পোস্ট-
পেইড গ্রাহকরা ব্যবহার করতে পারবে
অ্যাপটি। গ্রাহকদের হালনাগাদ বিল,
ব্যবহারের পরিমাণ, অবশিষ্ট ইন্টারনেট
ডাটা, কল রেট, স্টার ষ্ট্যাটাস এবং
অফার সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদর্শিত
হবে মাইজিপি অ্যাপের ড্যাশবোর্ডে।
গ্রামীণফোন ইন্টারনেটের মাধ্যমে
সংযুক্ত থাকলে গ্রাহকের অ্যাকাউন্টে
স্বয়ংক্রীয়ভাবে লগ-ইন হয়ে যাবে। তবে
ওয়াইফাই ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত
হলে কানেক্ট আইডি অপশনে গিয়ে লগ-ইন
করতে হবে; যা কিনা টেলিনরের লগ-ইন
সল্যুশন। অ্যাপ ব্যবহারকারী যদি তার
হ্যান্ডসেট পরিবর্তন করেন তবে অ্যাপটি
নতুন হ্যান্ডসেটে আবার ইন্সটল করতে
হবে।
গ্রাহকদের নতুন ও আরও বেশি কার্যকর
অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে উন্নয়নের
একটি প্রক্রিয়ার মধ্যে মাইজিপি
হবে, যাতে করে গ্রাহকরা
গ্রামীণফোনের বিভিন্ন সেবা সম্পর্কে
হালনাগাদ তথ্য পেতে পারেন।
গ্রামীণফোনের চীফ মার্কেটিং
অফিসার ইয়াসির আজমান বলেন,
গ্রাহকদের ওয়ান-স্টপ সল্যুশন দেয়াই
মাইজিপির মূল উদ্দেশ্য, যাতে করে
গ্রাহকরা গ্রামীণফোনের সার্ভিসগুলো
সম্পর্কে জানতে এবং অফার উপভোগ
করতে পারেন। দেশের ডিজিটাল
সেবাপ্রদানকারী হিসেবে গ্রামীণফোন
তার গ্রাহকদের সবসয় নিজস্ব সেবার
সাথে সংযুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পর্কে জানার এ্যাপ